বিনোদন বিভাগে ফিরে যান

অস্কার ২০২২: সেরা অভিনেতা উইল স্মিথ, দেখে নিন এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা

March 28, 2022 | 2 min read

করোনার প্রভাব কাটিয়ে ফের সেজে উঠেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। হলিউডে ফের একবার সাজো সাজো রব। এবছর পালিত হল ৯৪ তম অস্কার। ২৭ মার্চ রবিবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে পালিত হয়েছে ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। করোনার যুদ্ধ কাটিয়ে অস্কারের মঞ্চে এবারে উঠে এসেছিল নানা মুহূর্ত। 

তারকাদের মুখে উঠে এসেছে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কথা। আফগানিস্থানের পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন হলিউডের বহু তারকাই। পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার ছবি গডফাদারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মানও জানানো হয়েছে। সেরা অভিনেতার শিরোপা পেল উইল স্মিথ (কিং রিচার্ড)।

Oscars 2022 Winners: See the Full List Here (Updated) | Vanity Fair

সেরা ছবির বিভাগে এবার লড়াই ছিল ১০টি ফিল্মের (BEST PICTURE AT Oscars 2022) ৷ বেলফাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালে, দ্য পাওয়ার অফ দ্য ডগ, ওয়েস্ট সাইড স্টোরি। পালক উঠল কোডা-র মুকুটে। 

এই বছর ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ সর্বাধিক মনোনীত ছবি এবং ১২ টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১০ টি মনোনয়ন পেয়েছে ‘Dune’। ‘বেলফাস্ট’ এবং ‘ওয়েস্ট সাইড স্টোরি’ উভয়ই সাতটি করে মনোনয়ন পেয়েছে। উইল স্মিথের ‘কিং রিচার্ড’ ছয়টি বিভাগে মনোনীত হয়েছে।

দেখে নিন এবারের অস্কারের সেরা তালিকা–

সেরা অভিনেতা– উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা সহ অভিনেতা– ট্রয় কোটসুর (কোডা)

সেরা অভিনেত্রী– জেসিকা চেস্টিন (দ্য আই অফ টেমি ফে)

সেরা সহ অভিনেত্রী– আরিনা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক– জেনে ক্যাম্পপিয়ন (দ্য পাওয়ার অফ ডগ)

সেরা ছবি– কোডা। পরিচালক সিয়ান হেডর। 

সেরা বিদেশি ছবি– ড্রাইভ মাই কার (জাপান)

TwitterFacebookWhatsAppEmailShare

#Oscars 2022, #CODA, #King Richard, #94th Academy Awards, #Will Simth

আরো দেখুন