‘গোর্খাল্যান্ড নয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বায়ত্ত শাসন চাই’, মুখ্যমন্ত্রীকে জানাল মোর্চা নেতৃত্ব
সামনেই জিটিএ নির্বাচন হওয়ার কথা। আর তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোর্চা নেতৃত্ব জানিয়ে দিলেন আর তাঁরা পৃথক রাজ্য চান না। সূত্রের খবর এমনটাই। এদিকে এই গোর্খ্যাল্যান্ডের দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করেছেন মোর্চা নেতৃত্ব। বিমল গুরুং, রোশন গিরিদের নেতৃত্বে অতীতে বার বার উত্তপ্ত হয়েছে পাহাড়। দিনের পর দিন বনধ পালিত হয়েছে পাহাড়ে। বিপর্যস্ত হয়েছিল জনজীবন। কার্যত মুখ থুবড়ে পড়েছিল পর্যটন। পুলিশের তাড়ায় দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। আর এবার পাহাড়ে ফেরার আগেই তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন বিমল গুরুং। এবার সেই মোর্চাই নেতৃত্ব একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়ে দিলেন তাঁরা আর পৃথক রাজ্য চাই না। আর এখানেই প্রশ্ন ঠিক কী চান মোর্চা নেতৃত্ব?
সূত্রের খবর, বর্তমানে উত্তরবঙ্গে সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ নির্বাচনের প্রস্তুতি নিয়েও তিনি আলোচনা করেন। একাধিক সংগঠনের নেতৃত্ব এদিন তাঁর সঙ্গে আলোচনা করেন। সেখানে মোর্চা নেতা রোশন গিরিও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাঁরা এখনই পৃথক রাজ্য চান না। আপাতত বাংলার মধ্যে থেকেই উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বায়ত্ত শাসন চান মোর্চা নেতৃত্ব। তবে মোর্চার এই দাবিকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে পাহাড়ে। বিগতদিনে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা থাকাকালীন তাঁরাই বার বার বলতেন পৃথক রাজ্যের দাবি থেকে তাঁরা সরবেন না। তবে এখন তাঁদের দাবি, বিজেপি আমাদের ঠকিয়েছে। তবে জিটিএ নির্বাচন নিয়ে কিছুটা ভিন্ন সুর মোর্চার অন্দরে।