রাজ্য বিভাগে ফিরে যান

আজ দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না অভিষেক, জানালেন ই-মেলে

March 29, 2022 | < 1 min read

কয়লা পাচার মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দিল্লির সদর দপ্তরে হাজিরা দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিষেকের আইনজীবী ই-মেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি ইডি-র দিল্লির কার্যালয়ে হাজির হতে পারছেন না।

গত সপ্তাহেই অভিষেক দিল্লিতে ইডি-র সদর দপ্তরে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। তবে তাঁর স্ত্রী রুজিরাকে সমন করা হলেও তিনি আসেননি। ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক-রুজিরা। তাঁদের হয়ে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমণা সোমবার শুনানিতে রাজি হননি। তিনি জানান, দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু কবে শুনানি হবে, তা নির্দিষ্ট করে কিছু বলেননি। ফলে মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দপ্তরে অভিষেককে সমনও বহাল রয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার হাজির হতে পারবেন না বলে ইডি-কে ই-মেলে জানিয়েছেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #abhishek banerjee

আরো দেখুন