কলকাতা বিভাগে ফিরে যান

গরু পাচার মামলায় মুখ পুড়ল কেষ্টর, অনুব্রতকে ‘রক্ষাকবচ’ দিল না কলকাতা হাইকোর্ট

March 29, 2022 | < 1 min read

গরু পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ‘রক্ষাকবচ’ দিল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার একক বেঞ্চের রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালত নির্দেশ দেয়, এই মামলায় একক বেঞ্চ যে রায় দিয়েছে তা বহাল থাকবে।

গরু পাচার মামলায় চার বার অনুব্রতকে নোটিস দিয়েছিল সিবিআই। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়।

এর আগে একক বেঞ্চের শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী বিবেক তনখা বলেন, ‘‘অনেক তদন্তে দেখা গিয়েছে সিবিআই সাক্ষী হিসাবে ডেকে গ্রেপ্তার করে নেয়। এ ক্ষেত্রে সেই অভিসন্ধি না থাকলে আদালতের কাছে তা পরিষ্কার করুক। সিবিআই জানাক শুধু বয়ান রেকর্ড করেই ছেড়ে দেবে। অনুব্রতকে গ্রেপ্তার করবে না।’’ বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘বার বার আদালতকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনও তদন্তে আদালত এ ভাবে সিবিআইয়ের হাত বাঁধতে পারে না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #Anubrata Mondal

আরো দেখুন