উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর হঠাৎ দেখা ‘বেষ্ট ফ্রেন্ড’ এর সাথে! কে জানেন?

March 29, 2022 | 2 min read

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের জন্য জনমুখী প্রকল্পের ঘোষণা থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করেছেন তিনি। কিন্তু, প্রশাসনি কর্মব্যস্ততার মাঝেই হাঁটতে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময়ই ‘বেস্ট ফ্রেন্ড’-এর সঙ্গে হঠাৎ দেখা তাঁর।

উত্তর কিংবা দক্ষিণ যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সফরে যান, সেখানে গেলেই হাঁটতে বার হন তিনি। কথা বলেন মানুষের সঙ্গে। খোঁজ নেন তাঁদের সুখ-দুঃখের। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরের তৃতীয়দিনে পাহাড়ে হাঁটতে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক ছোট্ট মেয়ে আরোহী গুরুংয়ের সঙ্গে হঠাৎ দেখা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই খুদেকে জড়িয়ে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরম মমতায় হাত রাখেন ওই খুদের মাথায়। হাসিমুখে বলেন, “আমার বেস্ট ফ্রেন্ড।”

খুদের পরনে ছিল পিঙ্ক সোয়েটার, সাদা জুতো নীল জিন্স। তাকে জড়িয়ে ধরেন মমতা। এই খুদের সঙ্গে কিছুটা ‘হাসি-খুশি’ সময় কাটান রাজ্যের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”গ্রাম ও শহরের ছেলেমেয়েরা নজর রাখুন। যদি দেখেন কেউ কোথাও তছনছ করতে এসেছে, সঙ্গে সঙ্গে খবর দিন। আপনাদের পুরস্কৃত করা হবে। কারও কাছে যদি কোনও খবর থাকে, অমুক জায়গায় পরিকল্পনা করে দাঙ্গা লাগানো হতে পারে কিংবা গন্ডগোল পাকানোর চেষ্টা করা হতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিন। আর পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ছবি তুলে পাঠিয়ে এই ধরণের ঘটনা ধরিয়ে দিতে পারলে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নেব। আর সেই ব্যক্তিকে সরকার থেকে পুরস্কৃত করা হবে। আগামী দু’মাস সময় দিলাম। কারও বিরুদ্ধে দুর্নীতি, খুন খারাপের অভিযোগ থাকলে দিদি কে বলোর ধাঁচে বিকল্প একটা সেট আপের ব্যবস্থা করব। সেখানে একটা মিসড কল দেবেন। নাম বলবেন, কী ঘটছে বলবেন, সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেব।”

মঙ্গলবার দার্জিলিং থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দার্জিলিংয়ে পর্যটকরা আসছে। প্রতিটি হোটেল ভর্তি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Best friend, #Darjeeling, #North Bengal, #Mamata Banerjee

আরো দেখুন