দেশ বিভাগে ফিরে যান

অভিষেকের বিরুদ্ধে মামলার দ্রুত শুনানিতে স্বীকৃতি সুপ্রিম কোর্টের

March 29, 2022 | < 1 min read

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়ে দিল্লিতে ডেকে পাঠানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার দ্রুত শুনানি হবে। দ্রুত শুনানিতে রাজি বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রামানা। অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে বেআইনি কয়লা পাচার মামলায় দিল্লিতে বারবার ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

কলকাতায় অফিস থাকা সত্ত্বেও কেন দিল্লি? ইডির বিরুদ্ধে এই প্রশ্ন তুলেছেন অভিষেক। এদিন তাঁর হয়ে আইনজীবী কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি বিষয়টি সর্বোচ্চ আদালতে উল্লেখ করেন। আদালতকে দ্রুত শুনানির জন্য‌ আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। যদিও কবে শোনা হবে, তার কোনও তারিখ জানায়নি সুপ্রিম কোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #supreme court

আরো দেখুন