বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, কিছুটা স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী
কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গবাসীর জন্য। তীব্র দাবদাহের হাত থেকে মুক্তি মিলবে কলকাতা সহ বাকি এলাকার বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় প্রচুর জলীয় বাষ্পের সঞ্চার হচ্ছে। সেই কারণেই মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে৩ ডিগ্রি বেশি।
অপরদিকে আগামী পাঁচদিন উত্তরবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এমনই পূর্বাভাস দিয়েছে সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, উত্তরবঙ্গে বায়ুমণ্ডলের উপরিভাগে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণ জলীয়বাষ্পের জোগান হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচদিন পাহাড় ও উত্তরবঙ্গের সমতলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। সঙ্গে বজ্রপাত হতে পারে। এদিন ভোর থেকেই শিলিগুড়ি ও কোচবিহারে বৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।