মহাকাল মন্দিরে অন্যরূপে মমতা, ২৭ দিনের বাচ্চার মুখ দেখে দিলেন টাকা
মহাকাল মন্দিরে এসে একটি দুধের শিশুকে দেখেই কোলে তুলে নিয়ে আদর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি অনুযায়ী বাচ্চাটির মুখ দেখে দিলেন হাতে গুঁজে দিলেন টাকা। শিশুদের অত্যন্ত ভালোবাসেন মমতা। রাস্তাঘাটে, নির্বাচনী প্রচারে, সরকারি অনুষ্ঠানে— যেখানেই হোক, শিশুদের দেখলেই হয় কোলে তুলে নিয়ে আদর করেন। নয়তো তাদের সঙ্গে গল্প করে সামান্য সময় কাটান। বাবা-মাকে প্রয়োজনীয় পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং সফরে এসেও তার ব্যতিক্রম ঘটল না।
বুধবার সকালে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরে পুজো দিতে আসেন। রাস্তাতেই বেশ কয়েকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দার্জিলিংয়ে বাসিন্দা দু’একজন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাঁদের দাবিদাওয়াও জানান। এরপর মমতা হেঁটে মহাকাল মন্দিরে ওঠেন। সেখানে বিভিন্ন দেবদেবীকে প্রণাম করে পুজো দেন।
এখানেই দুধের শিশুকে নিয়ে পুজো দিতে এসেছিলেন স্থানীয় এক বাসিন্দা। মাত্র ২৭ দিন বয়স বাচ্চাটির। তাকে দেখেই সদ্যোজাতকে কোলে নিয়ে আদর করেন মমতা। শিশুটির বাবা নারায়ণ গুরুংয়ের সঙ্গে দু’চারটি কথা বলে তার মায়ের কথা জানতে চান। মমতা বলেন, বাচ্চা হওয়ার সময় অপারেশন করতে হয়েছে কি না। তারপর নারায়ণকে বলেন, বাচ্চার মা যেন এই অবস্থায় বেশি হাঁটাহাঁটি না করেন। বড় হলে বাচ্চাটিকে যেন তাঁর কথা বলা হয় বলেও মজা করেন মমতা। নারায়ণের কাছে বাচ্চাটির নাম জানতে চান মমতা। নারায়ণ বলেন, অব্যেধ গুরুং। শিশুটিকে ‘মুখ দেখা’ হিসেবে টাকাও দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানান নারায়ণ।
মহাকাল মন্দির থেকে নেমে এসে মমতা ম্যালের একটি চায়ের দোকানে বসে চা পান করেন। সেখানেও তাঁকে দেখতে উৎসুক জনতা চলে আসে।