দেশ বিভাগে ফিরে যান

প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার স্ত্রীকে আয়কর নোটিশ, কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা?

March 30, 2022 | < 1 min read

নিজেদের সম্পত্তির বিস্তারিত তথ্য জানতে চলে এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার (Deve Gowda) স্ত্রীকে নোটিস দিলে আয়কর দফতর। প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র এইচডি রেভান্না বিষয়টি জানিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন।

উল্লেখ্য, এইচডি দেবগৌড়ার স্ত্রী চেন্নাম্মা দেবগৌড়াকে আয়কর দপ্তর নোটিস পাঠায়। এই প্রসঙ্গে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী বলেন, ‘আয়কর দপ্তর আমাদের নামে নোটিস ইস্যু করেছে। আমরা আমাদের জমিতে আখ চাষ করছি। প্রয়োজনে তাদের আসা উচিত, দেখে যাক, ড্রোন দিনে জমি জরিপ করুক।’

এরপরই তিনি প্ৰশ্ন তোলেন, ‘আমার বাবা-মা কি কোটি টাকা কামিয়েছেন? নাকি আমার কোনও নতুন সম্পত্তি কিনেছি। কেন এমনভাবে একটি রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে?’

তবে এই নোটিস নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন রেভান্নার ভাই তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী
এইচভি কুমারস্বামী। তিনি বলেন, আমাদের পরিবার এই নোটিস রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#H. D. Deve Gowda, #Income tax, #Karnataka

আরো দেখুন