আইপিএল-এর প্রথম রাউন্ডের শেষে শীর্ষে রাজস্থান রয়্যালস, কত নম্বরে কেকেআর?
আইপিএল ২০২২-এর প্রথম রাউন্ডের খেলা শেষ। ১০টি দল ১টি করে ম্যাচ খেলেছে। জয় পেয়েছে ৫টি দল। হারের মুখ দেখতে হয়েছে বাকি ৫টি দলকে।
নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া ৫ দলের মধ্যে সব থেকে ভালো নেট রান-রেট রাজস্থান রয়্যালসের। তাই তারা লিগ টেবিলের শীর্ষে রয়েছে। হেরে যাওয়া দলগুলির মধ্যে সব থেকে খারাপ নেট রান-রেট সানরাইজার্স হায়দরাবাদের। তারা রয়েছে একেবারে শেষে ১০ নম্বরে।
কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার সুবাদে লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
১. রাজস্থান রয়্যালস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +৩.০৫০)
২. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৯১৪)
৩. পঞ্জাব কিংস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৬৯৭)
৪. কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৬৩৯)
\৫. গুজরাট টাইটানস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.২৮৬)
৬. লখনউ সুপার জায়ান্টস: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.২৮৬)
৭. চেন্নাই সুপার কিংস: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৬৩৯)
৮. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৬৯৭)
৯. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯১৪)
১০. সানরাইজার্স হায়দরাবাদ: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -৩.০৫০)
*আইপিএল ২০২০-র পঞ্চম ম্যাচের (হায়দরাবাদ বনাম রাজস্থান) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।