রাজ্য বিভাগে ফিরে যান

মতুয়া মেলার ভাষণে সিএএ নিয়ে একটি কথাও উচ্চারণ করলেন না মোদী

March 30, 2022 | < 1 min read

ঠাকুরনগরে মতুয়া মেলায় ভার্চুয়াল ভাষণে সিএএ নিয়ে একটা শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বদলে রাজ্যে হিংসার বিরুদ্ধে মতুয়া সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি। ফলে সিএএ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে মতুয়াদের মনে।

মঙ্গলবার থেকে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে মতুয়া মেলা। মেলা শুরুর দিনে সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ৯.৩০ টা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মেলায় আগত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণে মন ভরল না মতুয়া সম্প্রদায়ের।

সিএএ লাগু নিয়ে প্রায় ২ বছর ধরে কেন্দ্রের দিকে চেয়ে রয়েছেন মতুয়ারা। করোনা না মিটলে এব্যাপারে পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩১ মার্চের পর থেকে দেশে উঠে যাচ্ছে করোনার যাবতীয় বিধিনিষেধ। তার আগে মতুয়া মেলায় প্রধানমন্ত্রীর ভাষণে সিএএ নিয়ে কোনও আশ্বাস মিলতে পারে বলে আশা করেছিলেন অনেকে। কিন্তু সেই আশা পূরণ করলেন না মোদী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Matua Mela, #CAA

আরো দেখুন