খেলা বিভাগে ফিরে যান

ব্যাটিং বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াতে পারল না কেকেআর, ৩ উইকেটে জয়ী বেঙ্গালুরু

March 30, 2022 | < 1 min read

শেষ ওভারে ৪ বল বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। প্রথমে ব্যাট করে ১২৮ রানে অলআউট হয়ে যায় কলকাতা। জবাবে ৭ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় আরসিবি।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কলকাতা। ওপেনিং জুটিতে বেশি রান করতে পারেননি বেঙ্কটেশ আয়ার ও অজিঙ্ক রহাণে। রান পাননি রহাণেও। চাপে পড়ে পর পর আউট হন নীতীশ রানা ও শ্রেয়স আয়ার। রান পাননি সুনীল নারাইন, স্যাম বিলিংসও। রাসেল কয়েকটি বড় শট খেলেন। কিন্তু ২৫ রানের মাথায় তাঁকে সাজঘরে ফেরান হর্ষল পটেল। শেষ উইকেটে উমেশ ১৮ ও বরুণ ১০ রান করেন। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১২৮ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ব্যাঙ্গালোরের হয়ে হাসারঙ্গা ৪ ও আকাশ দীপ ৩টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আরসিবি-রও। প্রথম ওভারেই অনুজ রাওয়তকে আউট করেন উমেস। পরের ওভারেই অধিনায়ক ডুপ্লেসিকে সাজঘরে ফেরান টিম সাউদি। বিরাট কোহলীকে ১২ রানের মাথায় আউট করেন উমেশ।

পর পর উইকেট হারালেও শেষে দীনেশ কার্তিক এবং হর্ষল মেহতা ঠান্ডা মাথায় ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলেন।

আইপিএল-১৫-র ছয় নম্বর ম্যাচে আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্যাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। হেড টু হেডে নজর রাখলে, আজকের আগে পর্যন্ত আইপিএলে মোট ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে আরসিবি ও কেকেআর। তার মধ্যে ব্যাঙ্গালোর জিতেছে ১৩ বার আর নাইটরা জিতেছে ১৬।

TwitterFacebookWhatsAppEmailShare

#rcb, #Dy Patil stadium, #IPL, #KKR

আরো দেখুন