খেলা বিভাগে ফিরে যান

আজ বেঙ্গালুরুর মুখোমুখি নাইট শিবির, জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য

March 30, 2022 | 2 min read

সাড়া জাগিয়ে পঞ্চদশ আইপিএলে যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচে তারা বশ মানিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শ্রেয়স আয়ারদের সামনে আরও এক কঠিন লড়াই। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচ পাঞ্জাবের কাছে হারলেও ডু’প্লেসি, কোহলিদের ব্যাটিং বিক্রম দেখা গিয়েছিল। শক্তির নিরিখে দুই দলের মধ্যে ফারাক খুবই কম। তাই রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

ধোনিদের হারানোর পর নাইটদের মনোবল তুঙ্গে। চোট সমস্যার তেমন কোনও খবর নেই কেকেআর শিবিরে। ম্যাচের আগের দিন অনুশীলনে ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে অধিনায়ক শ্রেয়স, ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে। প্রথম ম্যাচে তিন বিদেশি খেলিয়েছিল নাইটরা। কারণ, প্যাট কামিন্স এখনও পাকিস্তান সফরে। আরও কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ছিলেন না সাউদিও। তাই স্বদেশি ক্রিকেটারদের উপরই ভরসা রাখতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং, তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন বরুণ চক্রবর্তী, অজিঙ্কা রাহানেরা। অজি তারকা কামিন্সের অভাব বুঝতেই দেননি পেসার উমেশ যাদব। চার ওভারে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন তিনি। বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের স্পিন সামলাতে নাভিশ্বাস উঠে গিয়েছিল সিএসকে’র ব্যাটসম্যানদের। তবে জয়ের দিনেও হতাশ করেছিলেন শিবম মাভি। আরও এক বিদেশি খেলানোর যেহেতু সুযোগ রয়েছে, তাই বুধবারের ম্যাচে মাভির জায়গায় টিম সাউদির খেলার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, দু’দিন আগেই দলে যোগ দিয়েছেন কিউয়ি পেসারটি।

প্রথম ম্যাচে ভালো ব্যাট করেছেন অজিঙ্কা রাহানে (৪৪)। বুধবারের ম্যাচেও তাঁর সঙ্গে বেঙ্কটেশই হয়তো ইনিংসের সূচনা করবেন। মিডল অর্ডারে বড় ভরসা অধিনায়ক শ্রেয়স আয়ার, নীতীশ রানা ও স্যাম বিলিংস। কিপিংয়ে নজর কেড়েছেন শেলডন জ্যাকসন। তিনিও খেলবেন। আন্দ্রে রাসেলের মতো তারকা অলরাউন্ডার যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

তবে নাইট রাইডার্সকে কঠিন চ্যালেঞ্জ জানাতে তৈরি আরসিবি। গত ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চাইছেন ডু’প্লেসিরা। বেঙ্গালুরুর দলটিতে রয়েছে যথেষ্ট ভারসাম্য। ব্যাটিং ভীষণই শক্তিশালী। ডিওয়াই পাতিল স্টেডিয়ামের পিচে রান উঠছে। তাই টস বড় ফ্যাক্টর হবে। পাঞ্জাবের বিরুদ্ধে দুশোর বেশি রান তুলেছিলেন কোহলিরা। কিন্তু বোলারদের ব্যর্থতায় সেই প্রয়াস ব্যর্থ হয়েছিল। মহম্মদ সিরাজ একাই দিয়েছিলেন ৫৯ রান। গত মরশুমের সর্বাধিক উইকেট সংগ্রহকারী হার্শলকেও লেগেছিল বড়ই সাদামাটা। তাই দ্রুত এই খামতি মেটাতে না পারলে ফের ভুগতে হবে বেঙ্গালুরুকে।

আরসিবি’র ব্যাটিংয়ের বড় ভরসা ক্যাপ্টেন ডু’প্লেসি। প্রথম ম্যাচে ৫৭ বলে ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। চেনা ছন্দে কোহলি, দীনেশ কার্তিকরাও। তাই দ্রুত উইকেট নিতে না পারলে কেকেআরের বোলারদের কপালে দুঃখ রয়েছে। বাংলা দলের শাহবাজ ও আকাশদীপ রয়েছেন আরসিবি শিবিরে।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ২৯ বার। ১৬ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ বার। সোমবারের ম্যাচে তাই শেষ হাসি কারা হাসেন, সেটাই এখন দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2022, #RCB vs KKR

আরো দেখুন