রাজ্য বিভাগে ফিরে যান

ছাতনার আইসি-কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি, বিতর্কে বিজেপি নেতা জীবন চক্রবর্তী

March 31, 2022 | < 1 min read

বিজেপির নেতার মন্তব্যে বিতর্ক ছড়াল বাঁকুড়ায়। ছাতনার আইসি-কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি দিলেন স্থানীয় বিজেপি নেতা জীবন চক্রবর্তী। সমালোচনার মুখে জীবন চক্রবর্তীকে দলের কেউ নয় বলে দাবি বিজেপির। দুর্নীতির অভিযোগে চলা অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে জীবন চক্রবর্তী, শ্যামসুন্দর মণ্ডল ও দেবীদাস চক্রবর্তী নামে তিন বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিস।

স্থানীয় একটি পুকুর খননে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনা থানার দুবরাজপুর মোড়ে অবরোধ করে বিজেপি। সেই অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি চলে বিজেপি কর্মীদের। এই সময়ই বিজেপির নেতা জীবন চক্রবর্তী ছাতনা থানার আইসি আশিস জৈনকে প্রকাশ্যে পোষাক খুলে ন্যাংটো করার হুমকি দেন। এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছে শাসকদল তৃণমূল। অস্বস্তিতে পড়ে জীবন চক্রবর্তী দলের কেউ নয় বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

স্থানীয় সূত্রে খবর, ছাতনা এলাকার বাঁকাপাড় পুকুর খনন কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে জীবন চক্রবর্তীর নেতৃত্বে পথ অবরোধ চলে। অবরোধের জেরে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ছাতনা থানার আইসি আশিস জৈনের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী আসে। পথ অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরই বিজেপি নেতা জীবন চক্রবর্তী মাইক হাতে আইসি-কে অশালীন ভাষায় আক্রমণ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Chhatna, #Controversy, #Bankura

আরো দেখুন