করোনা বীমার মেয়াদ বাড়ল সেপ্টেম্বর পর্যন্ত
করোনা এখন অনেকটাই থিতিয়ে গিয়েছে। কিন্তু সংক্রমণে আর হবে না, এমন নিশ্চয়তাও নেই। ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্তে ফের একটু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিমা প্রকল্পগুলি চালু রাখার নির্দেশ দিল বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা আইআরডিএআই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা চালু রাখা যাবে।
২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর জুন মাসে দু’টি বিমা প্রকল্পের কথা ঘোষণা করা হয়। সেগুলি ছিল করোনা কবচ ও করোনা রক্ষক। দু’টি পলিসিই তিন, ছয় ও ন’মাসের সময়সীমায় বিক্রি করতে শুরু করে স্বাস্থ্য ও সাধারণ বিমা সংস্থাগুলি। সব ক’টি সংস্থার তরফে এই পলিসি বিক্রি করা বাধ্যতামূলক ছিল। এগুলিতে যেহেতু শুধুমাত্র করোনার চিকিৎসা পাওয়া যায় এবং পলিসির মেয়াদও কম, তাই এদের প্রিমিয়ামের অঙ্কও অনেক কম। অতি অল্প সময়েই জনপ্রিয় হয় পলিসিগুলি। কিন্তু বিমা সংস্থাগুলির অভিযোগ ছিল, চিকিৎসা সংক্রান্ত যে অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে তাদের, তার সঙ্গে প্রিমিয়ামের সামঞ্জস্য নেই। এতে আর্থিক ক্ষতি হচ্ছে বিমা সংস্থাগুলির। কিন্তু সেই অভিযোগ মানতে চায়নি বিমা নিয়ন্ত্রক সংস্থা। তারা ফের সেই প্রকল্প বিক্রির মেয়াদ বাড়াল। আপাতত আরও ছ’মাস নতুন পলিসি কেনা ও নবীকরণ করা যাবে। প্রসঙ্গত, করোনার জন্য নির্দিষ্ট প্রকল্প ছাড়াও যেকোনও স্বাস্থ্যবিমাতেই মিলবে করোনার চিকিৎসা, স্পষ্ট জানিয়েছে আইআরডিএআই।