পুজোর এখনও ছয় মাস দেরি, গান লেখার কাজ শুরু করলেন মমতা
২০২২’এর দুর্গাপুজো হতে চলেছে আরও জমজমাট। কারণ কলকাতার দুর্গা আবাহন ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম দশভুজার বন্দনা। একমাস আগে, অর্থাৎ সেপ্টেম্বরের গোড়া থেকেই, শুরু হয়ে যাবে ‘সেলিব্রেশন’। বিগত বেশ কিছু বছর ধরে পুজোর সময় মানুষের বাড়তি পাওনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান। মুখ্যমন্ত্রীর সেই গানের অ্যালবাম গত কয়েক বছর ধরেই কখনও গোল্ডেন আবার কখনও প্ল্যাটিনাম ডিস্ক শিরোপা পেয়ে চলেছে। বুধবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে তাঁর ঘরে বসে বাঙালির এবারের সেরা পার্বনের জন্য চারটি গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন গায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন।
প্রত্যেক বছর মমতার নিজের লেখা ও সুর করা গানের অ্যালবাম প্রকাশ হয় পুজোর আগে। শ্রোতাদের সামনে আসে ‘জাগোবাংলা’র শারদ সংখ্যা প্রকাশের অনুষ্ঠানের মঞ্চ থেকে। প্রসঙ্গত, গত বছর ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে মুখ্যমন্ত্রীর পুজোর গানের রেকর্ডিং সারা হয়েছিল। গানের রেকর্ডিংয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন নচিকেতা চক্রবর্তীও। সে ছিল ভবানীপুর উপনির্বাচনের ঠিক আগের দিন। এবার কিছুটা আগে থেকেই সেই কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী।