দেশ বিভাগে ফিরে যান

১লা এপ্রিল থেকে বাড়বে টোল ট্যাক্স, মূল্যবৃদ্ধির আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ

March 31, 2022 | < 1 min read

পকেটের উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে মোদী সরকার। এমনিতেই গত ১০ দিনের মধ্যে ৯ দিন দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এর মধ্যেই সাধারণ মানুষের পকেটে আরও চাপ বৃদ্ধি করল সরকার। মোদী সরকার এবার টোল ট্যাক্স বৃদ্ধি করল। যার ফলে এবার রাস্তায় খরচ বাড়তে চলেছে সাধারণ মানুষের।

কত টাকা বাড়ল টোল ট্যাক্স?
বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, National Highway Authority of India (NHAI) সাধারণ গাড়িগুলিতে 10 টাকা Toll Tax বৃদ্ধি করেছে। অন্যদিকে, বাণিজ্যিক গাড়িগুলিতে 65 টাকা Toll Tax বৃদ্ধি করেছে। প্রতি বছরই National Highway Authority of India Toll Tax সংশোধন করে। এবার তাতে কোপ পড়ল সাধারণ মানুষের পকেটে। বাড়ল Toll Tax।

NHAI কী বলছে?
NHAI-এর প্রোজেক্ট ডিরেক্টর NN Giri জানিয়েছেন, ২০২২-২৩ আর্থিক বর্ষের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সব হাইওয়েগুলি দিল্লির সঙ্গে যুক্ত করছে সেগুলিতে জিপ ও গাড়ির জন্য ১০ টাকা টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, বড় গাড়ির ক্ষেত্রে টোল ট্যাক্স অনেকটা বাড়ানো হয়েছে। এক ধাক্কায় এই গাড়িগুলির টোল ট্যাক্স বাড়ানো হয়েছে ৬৫ টাকা।

সর্বাপেক্ষা সাধারণ মানুষের উপর প্রভাব পড়তে পারে জিনিসের দাম বৃদ্ধিতে। কারণ দেশের বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে নানা সবজি ও অন্য দ্রব্য আসে। অথবা রাজ্যেরই এক প্রান্ত থেকে বিভিন্ন দ্রব্য অন্য প্রান্তে যায়। বাণিজ্যিক বা বড় গাড়িগুলির ক্ষেত্রে ৬৫ টাকা টোল ট্যাক্স বৃদ্ধির ক্ষেত্রে সাধারণ জিনিসপত্রের দামও অনেকটাই বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

গোদের উপর বিষফোঁড়ার সামিল
উল্লেখ্য, পেট্রল-ডিজেলের ব্যাপক দাম বৃদ্ধির জেরে এমনিতেই গাড়ির ও পরিবহণের খরচ এমনিতেই নিত্যদিন বেড়েই চলেছে। এরমধ্যে টোল ট্যাক্স বৃদ্ধি যে গোদের উপর বিষফোঁড়ার সামিল হল, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #price hike, #Toll tax

আরো দেখুন