কলকাতা বিভাগে ফিরে যান

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলনের জের, ভেস্তে গেল মউ

April 1, 2022 | < 1 min read

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনের ফলে ভেস্তে গেল বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হতে চলা মউ। বৃহস্পতিবার আমেরিকার হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিদের আসার কথা ছিল যাদবপুরে। উদ্দেশ্য ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মউ স্বাক্ষর করা। তবে, আন্দোলনের জেরে অসুস্থ হয়ে উপাচার্য সুরঞ্জন দাস কয়েক দিন যাবৎ ক্যাম্পাসে আসছেন না। তিনি ছিলেন না এদিনও। এটা জানতে পেরে আর প্রতিনিধিরা ক্যাম্পাসে আসেননি। আজ, শুক্রবার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের প্রতিনিধিদের সঙ্গেও উপাচার্যের বৈঠক ছিল। পড়ুয়াদের সিভিল সার্ভিস প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চালানোর জন্য তাঁরা আসতেন। তবে, উপাচার্যের অনুপস্থিতির কথা জেনে তাঁরাও সিদ্ধান্ত বদল করেছেন।

উপাচার্য ঘনিষ্ঠ মহলে বলেছেন, এসবের জেরে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। আমরা চাই না, যাঁরা আন্দোলন করছেন, তাঁদেরও কোনও ক্ষতি হোক। এই আন্দোলন তুলে নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ফাইনাল সেমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবিতে সোমবার উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার-সহ শিক্ষকদের ঘেরাও করেন পড়ুয়ারা। তবে, অসুস্থতার কারণে সেদিন গভীর রাতে উপাচার্য বেরিয়ে যান। থেকে যান অন্য আধিকারিকরা। বুধবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে বেশিরভাগ পড়ুয়া উঠে গেলেও, বৃহস্পতিবার থেকে সেই অবস্থান ফের শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#jadavpur university, #MoU

আরো দেখুন