রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করলেন না প্রধানমন্ত্রী, হতাশ গেরুয়া শিবির

April 1, 2022 | 2 min read

দু’দিন কেটে গিয়েছে। কিন্তু তারপরও বঙ্গ–বিজেপির সাংসদদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক করতে যাচ্ছেন বলে বঙ্গ–বিজেপির সাংসদরা রাজ্যে হাওয়া গরম করেছিলেন। ঘটা করে জানানো হয়েছিল, নয়াদিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনেই দলীয় সাংসদদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আর সেখানে রামপুরহাট গণহত্যা নিয়ে রাজ্যকে চেপে ধরার কৌশল নেওয়া হবে। নালিশ করা হবে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু বঙ্গ–বিজেপির সাংসদদের দু’দিনের অপেক্ষাই সার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রাতঃরাশ বৈঠকের ডাক এসে পৌঁছয়নি। বঙ্গ–বিজেপির বিক্ষুব্ধ রাজনীতির সমীকরণে গোটা বিষয়টি ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে।

কেন এমনটা ঘটল?‌ দলীয় সূত্রে খবর, প্রথমে ঠিক হয়, বুধবার বঙ্গ–বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে জানা যায়, বুধবারের বৈঠকটি হচ্ছে না। পরিবর্তে তা বৃহস্পতিবার হতে পারে। তারপর বুধবার সন্ধ্যায় ৩১ মার্চের প্রাতঃরাশ বৈঠক নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। আর রাতে সাংসদরা জানতে পারেন যে, বৃহস্পতিবারের বৈঠকটিও হচ্ছে না। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘মোদীজির কিছু কর্মসূচি সামনে এসে পড়াতেই বৈঠক স্থগিত হয়েছে। তার মধ্যে অন্য কোনও বিষয় নেই।’

তারপর কী ঘটল?‌ পরিস্থিতি বেগতিক দেখে বঙ্গ–বিজেপির সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানেও বেগ পেতে হয় সাংসদ সুকান্তকে। ঠিক কেমন বেগ পেলেন সাংসদ?‌ সূত্রের খবর, প্রথমে বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ সংসদ ভবনে কেন্দ্রীয় মন্ত্রীর ঘরে গিয়ে শুনতে হয়, অমিত শাহ অন্য বৈঠকে বেরিয়ে গিয়েছেন। তারপরে বেলা দেড়টার সময় ফের সুকান্তবাবুরা অমিত শাহের ঘরে গেলে তাঁদের জানানো হয়, কেন্দ্রীয় মন্ত্রী ‘মধ্যাহ্নভোজ’ করছেন। এরপর বেলা ২টোয় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।

বৃহস্পতিবার বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। তারপরে সুকান্তবাবু জানান, রামপুরহাট কাণ্ড নিয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট তিনি অমিত শাহের হাতে তুলে দিয়েছেন। মনোজ টিগ্গা জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার ঘটনা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। অমিত শাহ তাঁকে জানিয়েছেন, গণতান্ত্রিক পথেই বিজেপি লড়াই করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#PM Modi, #Meeting, #West Bengal, #BJP MP

আরো দেখুন