রাজ্য বিভাগে ফিরে যান

বিধানসভার কমিটির বৈঠকে অংশ নিতে পারবেন না বিজেপির বহিষ্কৃত বিধায়করা!

April 1, 2022 | < 1 min read

সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে দু’দফায় সাসপেন্ড হওয়া বিরোধী দলনেতা সহ বিজেপি’র সাত বিধায়ক বিধানসভার কোনও কমিটির বৈঠকেও হাজির থাকতে পারবেন না। বৃহস্পতিবার বিধানসভার বিভিন্ন স্থায়ী ও সদন কমিটির চেয়ারম্যানদের একথা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন চেয়ারম্যানদের একটি বৈঠকে ডেকেছিলেন তিনি। সেখানেই তিনি একথা জানান। সদন কক্ষে উচ্ছৃঙ্খল আচরণ করে বা তাতে প্ররোচনা দিয়ে অধিবেশনের কাজ পণ্ড করার অভিযোগে সম্প্রতি ওই সাত গেরুয়া বিধায়ককে শাসকপক্ষের আনা প্রস্তাবের প্রেক্ষিতে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। চলতি অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁদের এই সাসপেনশনের মেয়াদ বলবৎ থাকবে। এই আদেশ প্রত্যাহৃত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধায়করা অধিবেশনের পাশাপাশি কোনও কমিটির বৈঠকেও অংশ নিতে পারেবন না বলে এদিন চেয়ারম্যানদের সাফ জানিয়ে দিয়েছেন বিমানবাবু। বিধানসভার আধিকারিকরা বলছেন, এর ফলে ওই বিধায়করা কমিটি বৈঠকে যোগ দেওয়ার জন্য মাসে যে ৬০ হাজার টাকা করে ভাতা পেতেন, তাও আপাতত বন্ধ থাকবে।

এদিকে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় ৬ এপ্রিল থেকে কমিটি বৈঠক পর্ব ফের শুরু হচ্ছে। প্রায় দু’মাস এই বৈঠক পর্ব বন্ধ রেখেছিলেন অধ্যক্ষ। এবার কমিটির বৈঠকে যাতে সংশ্লিষ্ট সদস্য-বিধায়করা নিয়মিত আসেন, তার উপর বাড়তি জোর দেন তিনি। এজন্য চেয়ারম্যানদের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে অধ্যক্ষ জানিয়েছেন, বিধানসভার বিভিন্ন দপ্তরভিত্তিক কমিটির দায়িত্ব সরকারের কাজকর্ম সঠিকভাবে পর্যালোচনা করা। কেবল মাত্র ভাতার জন্য বিধায়করা কমিটির বৈঠকে যাতে নামকাওয়াস্তে হাজিরা না দেন, সেদিকে নজর দিতে চেয়ারম্যানদের অনুরোধ জানান তিনি। প্রসঙ্গত, চেয়ারম্যানদের জন্য মাসে ১০০ লিটার পেট্রল বরাদ্দ করার কথা এদিন ঘোষণা করেন বিমানবাবু।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly

আরো দেখুন