দেশ বিভাগে ফিরে যান

বঙ্গ শিল্পীদের ভাতা দিতে বিলম্ব কেন? কেন্দ্রের অসম্পূর্ণ উত্তরে ক্ষুব্ধ এই তৃণমূল সাংসদ

April 1, 2022 | < 1 min read

রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই বঞ্চনার অভিযোগ করে আসছে কেন্দ্রের বিরুদ্ধে। তার মধ্যেই এবার সংসদে দাঁড়িয়ে শিল্পীদের ভাতা দিতে দেরি হচ্ছে কেন বলে প্রশ্ন তোলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার। কিন্তু পালটা জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রের সংস্কৃত মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি দায় চাপিয়েছেন শিল্পীদের ঘাড়েই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, আবেদন করা শিল্পীদের নথিপত্র জমা দিতে দেরি হওয়ার জন্যই তাঁদের ভাতার অনুমোদনও করা হচ্ছে দেরিতে। যদিও কেন্দ্রীয় সরকারের এই জবাব তৃণমূল সাংসদ মানতে পারছেন না। পালটা তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের এই জবাব পুরোপুরি অসম্পূর্ণ। কার্যত ভাতা দেওয়া হয় অ্যামেচার গ্রুপগুলিকে। সেখানেও শিল্পীদের অভিযোগ, প্রতিবছরের টাকা নিয়মিত পাওয়া যায় না। শিল্পীদের সমস্যার এই মুহূর্তে সমাধান হওয়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#allowance, #kishan reddy, #tmc, #Jawhar Sircar

আরো দেখুন