রাজ্য বিভাগে ফিরে যান

গ্রামের বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগের নিরিখে দেশের সেরা বাংলা

April 2, 2022 | 2 min read

 গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সংযোগ প্রদানের ক্ষেত্রে সদ্য শেষ হওয়া আর্থিক বর্ষে (২০২১-২২) গোটা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলা। অনেক পিছনে বিজেপির ‘স্বপ্নরাজ্য’ গুজরাত ও উত্তরপ্রদেশ। কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানেই বাংলার এই সাফল্য প্রতিফলিত হয়েছে। গ্রামীণ এলাকার সমস্ত বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী রচনা করেছেন ‘জলস্বপ্ন’ প্রকল্প। সেই প্রকল্প রূপায়ণে তিনি দায়িত্ব দিয়েছেন জনস্বাস্থ্য 
কারিগরি দপ্তরের (পিএইচই) মন্ত্রী পুলক রায়কে। পুরো পিএইচই টিমকে নিয়ে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কাজ শুরু করেছেন বিভাগীয় মন্ত্রী। 

নবান্ন সূত্রের খবর, তারই সুফল মিলেছে, গোটা দেশে পানীয় জল সংযোগের ক্ষেত্রে শীর্ষে এখন বাংলা। কেন্দ্রীয় মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ হওয়া আর্থিক বছরে রাজ্যের গ্রামীণ এলাকার ২৩ লক্ষ ৩৭ হাজার ১৯৩টি বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে পেরেছে বাংলার পিএইচই। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ওড়িশা, বিহার ও কর্ণাটক সংযোগ দিতে পেরেছে ১৭ লক্ষের কিছু বেশি বাড়িতে। নবান্ন সূত্রের খবর, গত আর্থিক বর্ষে করোনা প্রাদুর্ভাবের সঙ্গেই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়েছিল বাংলাকে। ভয়াবহ বন্যার কবলে পরপর দু’বার পড়েছিল রাজ্যের অর্ধেকের বেশি জেলা। তাসত্ত্বেও প্রতিটি প্রশাসনিক বৈঠকে জলস্বপ্ন প্রকল্পকে ‘যুদ্ধকালীন তৎপরতায়’ করার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রত্যক্ষ তদারকিতে সম্পন্ন হয়েছে এই কাজ। রাজ্যের এই সাফল্যে উচ্ছ্বসিত মমতা অভিনন্দন জানিয়েছেন গোটা পিএইচই টিমকে।

 পিএইচই সূত্রে জানা গিয়েছে, শেষ হওয়া আর্থিক বছরে প্রতি মাসের সংযোগ নিরিখে ছ’বার গোটা দেশে শীর্ষস্থানে ছিল বাংলা। বাকি মাসগুলিতে বরাবরই দ্বিতীয়স্থানে থেকেছে বাংলা। সবমিলিয়ে বছরের শেষে বাংলার মুকুটেই জুটেছে দেশ সেরার শিরোপা। ওই সূত্রটি জানিয়েছে, আর্থিক বছরের শেষ মাস অর্থাৎ মার্চ মাসে (১ থেকে ৩০ তারিখ পর্যন্ত) বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ রয়েছে শীর্ষে। তারপরেই রয়েছে বাংলা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং অসম। পিএইচই সূত্রে জানা গিয়েছে, গত ২০২০ সালের জুলাই মাস থেকে শুরু হওয়া জলস্বপ্ন প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যের মোট ৩৮ লক্ষ ৭ হাজার ৬৫৯টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#WestBengalGovt, #drinking water

আরো দেখুন