আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা, এবছরই প্রথম হোম সেন্টারে
আজ, শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Exam)। করোনার কথা মাথায় রেখে এবছরই প্রথম হোম সেন্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এবারে মোট পরীক্ষার্থী সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার। টুইটারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee Tweet)। টুইটারে তিনি লেখেন, সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। মাথা ঠান্ডা ও মনোসংযোগ রেখো। তোমরা সবাই সফল হবে।
করোনার কারণে এবছরই প্রথম হোম সেন্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছরই প্রথম সমস্ত পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা কোনও ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে থাকছে বিশেষ নজরদারি। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা।