কলকাতা বিভাগে ফিরে যান

চুমু খাওয়া যাবে না, ভাইরাল কলকাতা মেট্রোর নয়া নির্দেশিকা

April 2, 2022 | < 1 min read

কলকাতা মেট্রোয় করোনা সতর্কতা।

তালিকায় লেখা কী কী করা যাবে, কী কী করা যাবে না। আর সেই তালিকাই এবার ভাইরাল। লেখা, মেট্রোর ভিতরে চুমু খাওয়া যাবে না। এমনকী, করা যাবে না করমর্দন, আলিঙ্গন। আর এই নির্দেশিকা ভাইরাল হতেই নেটিজেনদের স্মৃতিচারণায় উঠে এল ২০১৮ সালের দমদম-‌কাণ্ড।

করোনা সংক্রমণ রুখতে কলকাতা মেট্রোর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে কী কী করতে হবে সেই তালিকায় রয়েছে, শারীরিক দূরত্ববিধি, মাস্ক ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া, বেশি পরিমাণ জল খাওয়া ইত্যাদি। তবে পাশাপাশি লেখা মেট্রোর ভিতর চুমু খাওয়া, আলিঙ্গন করা এবং হ্যান্ডশেক করা যাবে না।

এদিকে এই নোটিস পাওয়ার পরই সরব নেটিজেনরা। যদিও কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র সংবাদ মাধ্যমকে জানান, ‘‌এরকম কোনও নির্দেশিকা মেট্রো জারি করেনি। করোনার প্রথম দিকে ২০২০ সালে এই নোটিস ভারত সরকারের তরফে জারি করা হয়েছিল। এখন কেন এটা টেনে আনা হচ্ছে তা জানা নেই। যদি কেউ বলে থাকেন এটি সম্প্রতি জারি করা হয়েছে, তা একান্তই ভুল।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Metro Railways, #Kolkata

আরো দেখুন