← দেশ বিভাগে ফিরে যান
অসংসদীয় ভাষায় সাংসদকে আক্রমণ স্মৃতির, নিন্দায় সরব সব পক্ষ
লোকসভায় ওয়াই এস আর সি পি সাংসদ গীতা বিশ্বনাথ ভঙ্গকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মহিলা সদস্য বলে সম্বোধন করায় এবার বিতর্কের ঝড় উঠল। মহিলা সাংসদদের ইরানি ‘মহিলা সদস্য’ বলায় এর কড়া নিন্দা করেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূল সাংসদ সৌগত রায়। বিরোধীদের অভিযোগ অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
তাঁরা স্মৃতি ইরানির দাবির বিরোধিতা করে বলেন, মহিলা সদস্য না বলে শুধুমাত্র মাননীয় সদস্য বলা উচিত। আর তাতেই তৈরি হয় বিক্ষোভ। বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রীর এই শব্দ চয়নে তীব্র আপত্তি জানিয়ে বলেন, এটি অসংসদীয় শব্দ। এমন শব্দ ব্যবহার করা উচিত নয় বলে দাবি করে বিরোধী শিবির। যদিও নিজের বাক্যেই অনড় থেকে স্মৃতি ইরানি বলেন, একজন মহিলা সংসদকে মহিলা সদস্য বলার মধ্যে কোনও অন্যায় নেই।