শনিবার রাতের আকাশে দেখা গেল আলোর রেখা! জানেন আসলে কী সেই রহস্যময় বস্তু?
রাতের আকাশে ওগুলো কী? উল্কা নাকি ভিনগ্রহীদের যান? মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের আকাশে শনিবার রাতে দেখা গেল অনেকগুলো আলোর রেখা।
রীতিমতো উজ্জ্বল এবং গায়ে গায়ে এগিয়ে চলেছে তারা। মহারাষ্ট্রের নাগপুর এবং মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার ঝাবুয়া থেকে স্পষ্ট দেখা গেছে সেই আলোর রেখাগুলো। অনেকেই তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল।
তবে কোনও এলিয়েন টেলিয়েন নয়, ওগুলো উল্কাপিণ্ড বলেই মনে করছেন ৩০০ বছরের পুরনো উজ্জয়িনীর জিওয়ালি অবজার্ভেটরির সুপারিন্টেন্ডেন্ট রাজেন্দ্র গুপ্তা। তিনি বলছেন, ‘ওগুলো দেখে উল্কাপিণ্ডই মনে হচ্ছে। উল্কাপাত সাধারণ ঘটনা।’
প্রসঙ্গত, উল্কা হল মহাকাশে ঘুরে বেড়ানো পাথুরে বস্তু। পৃথিবীর দিকে আসার পথে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে আগুন জ্বলে ওঠে তাতে। এগুলোর গতি হয় প্রতি সেকেন্ডে ৩০ থেকে ৬০ কিমি। এই দুরন্ত গতির জেরেই জ্বলে ওঠে সেগুলো এবং রাতের আকাশে তা এক অনিন্দ্যসুন্দর দৃশ্য হয়ে ওঠে। কখনও কখনও বিক্ষিপ্ত ভাবে উল্কাপাত হয়, আবার এবারের মতো সমবেত ভাবে উল্কাপাতও দুর্লভ নয়।