রাজ্য বিভাগে ফিরে যান

হাওড়ায় উজ্জ্বল শিল্প মানচিত্র, বেলুড়ে লজিস্টিক্স হাব গড়তে ২ হাজার কোটি বিনিয়োগ আদানীর

April 4, 2022 | 2 min read

 হাওড়ার শিল্প মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। বেলুড়ে ১০০ একর জমিতে লজিস্টিকস হাব গড়ছে আদানী গোষ্ঠী। বিনিয়োগ হতে পারে প্রায় দু’হাজার কোটি টাকা। কয়েক হাজার কর্মসংস্থানের দিশা দেখাবে এই প্রস্তাবিত শিল্পতালুক, এমনটাই জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনই সরকারিভাবে কিছু বলতে রাজি নন প্রশাসনিক কর্তারা। আগামী ২০ এপ্রিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই জমি হস্তান্তর সংক্রান্ত চুক্তি হতে পারে। এরাজ্যে বন্দরকে কেন্দ্র করে বিপুল অঙ্কের লগ্নির ভাবনাচিন্তা করছে আদানী গোষ্ঠী। তার সঙ্গে এটিও বড় প্রাপ্তি হতে চলেছে রাজ্যবাসীর।

যে জমিতে প্রস্তাবিত লজিস্টিকস হাবটি গড়া হবে, সেখানে ‘নিসকো’র কারখানা ছিল। অনেকদিন ধরে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এর আগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থে এখানে শিল্পতালুক গড়ার প্রস্তাব ছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। যেহেতু ছোট ও মাঝারি শিল্পের জন্য হাওড়ার সুনাম যথেষ্ট, তাই এই জমিতে ওই ধরনের ব্যবসার হাব গড়ার চেষ্টা চালাতে থাকে নবান্ন। এর জন্য পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব বর্তায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পদপ্তরের উপর। কিন্তু সম্প্রতি বেলুড়ের সেই জমি চলে এসেছে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের হাতে। সূত্রের খবর, সেটি তারা তুলে দেবে আদানী গোষ্ঠীর হাতে। ভৌগোলিক কারণেই এই জমি লজিস্টিকস হাবের জন্য উপযুক্ত, মত প্রশাসনিক কর্তাদের। তাঁদের কথায়, রেল স্টেশন, জিটি রোড, বালি ব্রিজ, নিবেদিতা সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর মতো পরিবহণ পরিকাঠামোগুলি একেবারে নাগালে। পাশাপাশি অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত যে ফ্রেট করিডর তৈরি হচ্ছে, তাও এই এলাকার খুব কাছাকাছি। ফলে পণ্য মজুত ও পরিবহণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা মিলবে।

তাজপুরে সমুদ্র বন্দর গড়ার উদ্যোগ শুরু হয়েছে। তা কার হাতে যাবে, এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, সেখানে নিম্নতম দরপত্র দিয়েছে আদানীরাই। তারা এই বন্দর নির্মাণের বরাত পাবে কি না, তা ভবিষ্যতে জানা যাবে। কিন্তু ইতিমধ্যে এরাজ্যে একাধিক প্রকল্পে বিনিয়োগ শুরু করেছে এই নামজাদা সংস্থা। তার মধ্যে যেমন আছে গ্যাসের পাইপলাইন তৈরি, তেমনই অত্যাধুনিক রাইস মিল। আদানী গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। এসেছেন তাঁর পুত্র করণ আদানীও। সংশ্লিষ্ট মহল বলছে, যেভাবে এই সংস্থা পশ্চিমবঙ্গে লগ্নি করার দিকে নজর দিচ্ছে, তা অত্যন্ত সদর্থক প্রভাব ফেলবে গোটা শিল্পমহলেই। রাজ্য সরকার যেভাবে শিল্প সংস্থাগুলির আস্থা অর্জন করছে, তার প্রতিফলন এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে পড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Adani Group, #investment, #Belur

আরো দেখুন