৮০০-র নিচে নামলো দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, তবুও বাড়ল মৃত্যু
সপ্তাহের শুরুতেই শুভ ইঙ্গিতটা মিলেছিল। ৭১৫ দিন পর, সোমবার দেশের দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণ নেমেছিল হাজারের নিচে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বড়সড় স্বস্তি দিয়েছিল আমজনতা থেকে স্বাস্থ্যবিশেষজ্ঞ – সকলকে। আর মঙ্গলবার সেই স্বস্তির সূচক আরও খানিকটা উর্ধ্বমুখী। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। এই মৃত্যুর হার অবশ্য সোমবারের তুলনায় লাফিয়ে বেড়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশের ১২০৮ জন। এ নিয়ে সুস্থতার হার দাঁড়াল ৯৮.৭৬ শতাংশ। দেশে অ্যাকটিভ করোনা রোগীর (Active case) সংখ্যা ১২ হাজার ৫৪। যা মোট কোভিড পজিটিভের তুলনায় মাত্র ০.০৩ শতাংশ। সোমবার দেশে করোনার বলি হয়েছিলেন মাত্র ১৩ জন। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮। মৃত্যুহারের এই ওঠানামায় চিন্তার চোরাস্রোত রয়েই যাচ্ছে। এ নিয়ে মোট ৫,২১,৪১৬ জনের প্রাণ কেড়েছে মারণ ভাইরাসটি। এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.১৭ শতাংশ।
দেশের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ১ এপ্রিল থেকে উঠে গিয়েছে সমস্ত কোভিডবিধি। কেন্দ্রের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করছে দেশের দৈনিক নিম্নমুখী কোভিড গ্রাফ। জুনে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা রয়েছে। তার আগে এই মুহূর্তে দেশে মহামারীর দাপট যেভাবে দিনদিন কমে আসছে, তাতে যথেষ্ট আশাবাদী সবমহল।
এদিকে, টিকাকরণে আরও জোর দেওয়ার মাধ্যমে কোভিডযুদ্ধে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল কেন্দ্র। বাড়ছে টিকার ডোজের সংখ্যা। ইতিমধ্য়ে দেশের ১৮৪ কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ৮১টি ডোজ দেওয়া হয়েছে।