কলকাতা বিভাগে ফিরে যান

নতুন রূপে আত্মপ্রকাশ, ১১ এপ্রিল উদ্বোধন মিলন মেলা প্রাঙ্গনের

April 5, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

নতুন রূপে তৈরি মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন আগামী ১১ এপ্রিল হতে চলেছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। এপ্রিল মাসের ২০-২১ তারিখ কলকাতায়  শিল্প সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের কিছু অনুষ্ঠান নতুনভাবে তৈরি মিলন মেলা প্রাঙ্গণে হতে পারে বলে জানা গিয়েছে। ইএম বাইপাসে সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা প্রাঙ্গণে বইমেলা সহ বিভিন্ন বড় মেলা, অনুষ্ঠান হতো। এই জায়গাটিকে দিল্লির প্রগতি ময়দানের আদলে ঢেলে সাজার সিদ্ধান্ত কয়েক বছর আগে নেয় রাজ্য সরকার। সেই কাজ প্রায় শেষ। মেলা প্রাঙ্গণে নতুন নির্মাণের পাশাপাশি একটি উঁচু টাওয়ার তৈরি হয়েছে। সেখানে আলোকিত বিশ্ব বাংলা গ্লোব ইতিমধ্যে ঘুরতে শুরু করেছে। আলিপুরে অত্যাধুনিক অডিটোরিয়াম ‘ধনধান্য’ নির্মাণের কাজও দ্রুত এগচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Milan Mela ground, #Em by pass

আরো দেখুন