দেশ বিভাগে ফিরে যান

ভাঙল পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্যবাহী ‘‌চুল্লা’‌, ক্ষোভ

April 5, 2022 | < 1 min read

পুরীর মন্দিরে হামলা।

রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে ভোগ রান্নার ঘরে। ভেঙে গিয়েছে ‘‌রশা শালা’‌–র প্রায় ৪০টি ‘‌চুল্লা’‌। জগন্নাথের ৫৬ ভোগ রান্না হয় এই ঘরে। কে বা কারা এসব করেছে, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এই অংশে সকলের প্রবেশাধিকার নেই। তাহলে কারা করল, প্রশ্ন থেকেই যাচ্ছে।

পুরীর কালেক্টর সমরনাথ ভার্মা জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। এক জন না একাধিক এর সঙ্গে জড়িত, তাও দেখা হচ্ছে। তবে এর জন্য পূজোয় কোনও সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন ভার্মা। এও বলেছেন, উনুনগুলোর আংশিক ক্ষতি হয়েছে।

জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের জন্য দিনে ৫৬ ভোগের আয়োজন করা হয়। এজন্য পাকশালায় ২৪০টি ‘‌চুল্লা’‌ রয়েছে। ৫০০ সেবায়েত রোজ রান্না করেন। ১৫ হাজার বর্গ ফিট এলাকা জুড়ে রয়েছে এই রান্নাঘর। ২০ফিট উঁচু। উনুনগুলোর উচ্চতা প্রায় চার ফিট। প্রতি দিন এসব উনুনেই রান্না হয়। উৎসবের দিন আরও উনুন ব্যবহার করা হয়। এগুলোই ভাঙা হয়েছে। অনেকে মনে করছেন, দুই দল সেবায়েতের মধ্যে বিরোধেই এই ঘটনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Puri Jagannath Temple, #Chulhas

আরো দেখুন