রাজ্য বিভাগে ফিরে যান

কয়লা কাণ্ডে ইডিকে হাজার পাতার তথ্য প্রমাণ পাঠালেন অভিষেক

April 5, 2022 | < 1 min read

ইডিকে হাজার পাতার তথ্য প্রমাণ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আগেই জানিয়েছিলেন, ইডি তাঁর কাছে যা যা কাগজপত্র চাইবে, তিনি সেই সব কিছু দিতে প্রস্তুত। ইডি সূত্রে খবর, মঙ্গলবার অভিষেকের তরফে হাজার পাতার নথি জমা পড়েছে ইডির কাছে। তবে নথি এসেছে ইমেল মারফৎ।

প্রসঙ্গত, দিল্লিতে অভিষেককে জেরা করার সময়েই ডায়মণ্ড হারবারের সাংসদ জানিয়েছিলেন, তাঁকে অকারণ হেনস্তা করা হচ্ছে। নাম না করে বিজেপি-কে লক্ষ্য করে অভিষেক বলেন, ‘‘ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে যাঁরা স্বার্থ চরিতার্থ করতে চান, তাঁদের বলতে চাই, আমি আমার অবস্থানে অনড় থাকব। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। কিন্তু ইডি-সিবিআইয়ের কাছে মাথা নোয়াব না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Enforcement Directorate, #Email, #Coal Case, #abhishek banerjee

আরো দেখুন