রাজ্য বিভাগে ফিরে যান

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোনের অঙ্ক ছুঁতে চলেছে ১০০০ কোটি! উপকৃত বহু ছাত্র-ছাত্রী

April 5, 2022 | 2 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের অভাবনীয় সাফল্য। রাজ্যের ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Students Credit Card) মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ পাচ্ছেন। ইতিমধ্যেই যার পরিমাণ ৬০০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। সব ঠিক থাকলে এপ্রিলেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রদেয় ঋণের পরিমাণ ছাড়িয়ে যাবে ১ হাজার কোটির অঙ্ক।

Student Credit Card Loan Amount will reach 1000 crore by AprilWrite to Anwesha Adhikary

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে রাজ্যের পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচনে জয়ের পরই পড়ুয়াদের জন্য ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করে দেন মুখ্যমন্ত্রী। ৩০ জুন আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত সাতমাসে ৬০০ কোটি টাকারও বেশি ঋণ অনুমোদন হয়ে গিয়েছে। মোট ২১ হাজার ৫০০ জন পড়ুয়া ঋণ পেয়েছেন। নবান্ন (Nabanna) সূত্রের খবর, এমাসেই আরও প্রায় ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদন পেতে চলেছে। অর্থাৎ এপ্রিলের মধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ এক হাজার কোটি টাকা হতে পারে।

মঙ্গলবার নবান্নে সমস্ত ব্যাংকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত ছিলেন স্কুলশিক্ষা দপ্তরের সচিবও। এদিন মুখ্যসচিব ব্যাংকগুলিকে জানিয়ে দিয়েছেন, যে সব ঋণের আবেদন সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার পর ব্যাংকে আটকে রয়েছে, সেগুলিকে ৩০ এপ্রিলের মধ্যে অনুমোদন দিয়ে দিতে হবে। স্কুলশিক্ষা দপ্তরকেও এদিন মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, যেসব আবেদনপত্র স্কুলশিক্ষা দপ্তরে আটকে আছে সেগুলিও ৩০ মে’র মধ্যে ছাড়পত্র দিয়ে দিতে হবে।

সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের জন্য আবেদন করেছেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার পড়ুয়া। এর মধ্যে ২১ হাজার ৫০০ জন পড়ুয়া ইতিমধ্যেই ঋণ পেয়ে গিয়েছেন। আরও ৫৫ হাজার আবেদনপত্র সরকারি ছাড়পত্র পাওয়ার পর ব্যাংকে অনুমোদনের অপেক্ষায় আছে। এপ্রিলের মধ্যেই তার একটা বড় অংশের ঋণ অনুমোদন পেয়ে যাবে বলে আশা নবান্নের। পড়ুয়ারা যাতে আরও সহজে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেতে পারে সেটা নিশ্চিত করতে আগামী ৭ এপ্রিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য রাজ্যজুড়ে বিশেষ শিবির করা হবে। যে শিবিরে গিয়ে পড়ুয়ারা ঋণের জন্য আবেদন করতে পারবেন। ওই শিবিরেই জমা করা যাবে নিজেদের নথিপত্রও।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #tmc, #Students Credit Card

আরো দেখুন