রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে সাড়ে চার হাজার লেডি কনস্টেবল নিয়োগ, জেনে নিন বিস্তারিত তথ্য

April 6, 2022 | < 1 min read

রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুলিশ কমিশনারেট মিলিয়ে প্রায় সাড়ে ৪ হাজার মহিলা কনস্টেবল (Lady Constable) নিয়োগের সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা।

বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, ওই বৈঠকে মহিলা কনস্টেবল নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে নীতিগত ভাবে স্থির হয়েছে যে জেলায় জেলায় পুলিশের মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, যে সব মেয়েরা ইতিমধ্যে ক্যারাটে, তাইকোন্ডুতে প্রশিক্ষণ নিয়েছেন, বা যাঁরা নিয়মিত খেলাধূলা করেন বা শরীরচর্চা করেন বা সেরকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি যাঁদের রয়েছে, নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। সচিবালয়ের এক কর্তার কথায়, মহিলাদের ক্ষমতায়ন ও তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টিতে এর মাধ্যমে জোর দিতে চাইছে রাজ্য সরকার।

পর্যবেক্ষকদের অনেকের মতে, গত কয়েক মাস ঘরে বেশ কিছু ঘটনা পরম্পরায় সরকারের ভাবমূর্তিতে কিছুটা আঁচ পড়েছে। সরকার এখন নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় নেমেছে। রাজ্য পুলিশে কনস্টেবলের চাহিদা থাকলেও এই মুহূর্তে নতুন নিয়োগের খুব একটা সঙ্গতি রাজ্যের নেই। তবু কষ্টশিষ্ট করে হলেও বিপুল নিয়োগের পথে হাঁটতে চাইছে সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nabanna, #lady constables

আরো দেখুন