দেশ বিভাগে ফিরে যান

একই সঙ্গে অচল জোম্যাটো, সুইগির অ্যাপ, তোলপাড় সমাজমাধ্যম

April 6, 2022 | < 1 min read

বুধবার দুপুরে অ্যামাজন ওয়েব সার্ভিসে অস্থায়ী ত্রুটি ঘটায় জোম্যাটো, সুইগি ফুড ডেলিভারি অ্যাপে বেশ কিছু ক্ষণের জন্য সারা ভারতে পরিষেবা বন্ধ থাকে।

আধ ঘন্টা পর সব ঠিক হয়ে গেলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে অভিযোগের ঝড় বয়ে যায়।

গ্রাহকেরা ওই সময়ে খাদ্যতালিকা থেকে শুরু করে খাবার কেনা— কোনও কিছুই করতে পারেননি।

জোম্যাটো ও সুইগি, দু’ই অ্যাপের গ্রাহক পরিষেবা মাধ্যম জানায়, ‘আমরা এই অস্থায়ী ত্রুটির দ্রুত সমাধানের চেষ্টা করছিলাম। আপনাদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

মধ্যাহ্নভোজের সময়ে এই দুই জনপ্রিয় অ্যাপে গোলযোগ নিয়ে সরব হন জনতা। নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশের পাশোপাশি চলতে থাকে রঙ্গব্যঙ্গও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Food Delivery App, #swiggy, #zomato

আরো দেখুন