দেশ বিভাগে ফিরে যান

ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর! করোনার এক্সই রূপের প্রভাব এবার ভারতে

April 6, 2022 | < 1 min read

ভারতে প্রথম সন্ধান মিলল করোনাভাইরাসের অতি সংক্রামক রূপ এক্সই-র। মুম্বইয়ে এক আক্রান্তের দেহে কোভিড-১৯-এর নয়া রূপটি চিহ্নিত হয়েছে বলে মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তর এবং বৃহন্মুম্বই পুরসভা বুধবার জানিয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনাভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি।

গত ১৯ জানুয়ারি ব্রিটেনে করোনাভাইরাসের এক্সই রূপটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত সে দেশে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত ভাবে চিহ্নিত করা গিয়েছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনাভাইরাসের নয়া রূপটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান ভাইরাস বিশেষজ্ঞদের একাংশের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid Variant XE, #India, #covid 19, #Coronavirus in India, #Mumbai

আরো দেখুন