দেশ বিভাগে ফিরে যান

জিএসটির সর্বনিম্ন হার ৫ থেকে বেড়ে হতে পারে ৮ শতাংশ, চরম মূল্যবৃদ্ধির আশঙ্কা

April 6, 2022 | 2 min read

পেট্রপণ্যের রুটিন দামবৃদ্ধি আগেই আগুন ধরিয়েছে গৃহস্থের সংসারে। এবার জিএসটির ধাপ বদলের হাত ধরে আসতে চলেছে নতুন করে মূল্যবৃদ্ধির আঘাত। চলতি মাসেই হবে জিএসটি কাউন্সিলের বৈঠক। সেখানে নতুন করে জিএসটি ধাপ নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা। ওই বৈঠকের আগে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে ফিটমেন্ট কমিটি। উল্লেখ্য, জিএসটির হার এবং ক্ষতিপূরণের যাবতীয় কাঠামোর সুপারিশ করে এই কমিটি। ওই প্রস্তাবে যেমন রয়েছে জিএসটি জালিয়াতি প্রতিরোধে যেমন বেশ কিছু পরামর্শ, তেমনই নতুন করকাঠামো নির্ধারণের পথে কী কী পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা। জানা যাচ্ছে, জিএসটির সর্বনিম্ন ধাপ ৫ শতাংশ থেকে বেড়ে হতে পারে ৮ শতাংশ। পরবর্তী ধাপটি বর্তমানে ১২ শতাংশ। সেটি বেড়ে ১৮ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ ২৮ শতাংশ থেকে কমে দাঁড়াতে পারে ২২ শতাংশে। এভাবে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর। তাতে নতুন করে নিত্যপণ্যে মূল্যবৃদ্ধির আশঙ্কা চরমে।

২০১৭ সালে জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যকে ৫ শতাংশ জিএসটির আওতায় রাখা হয়েছিল। আবার নিম্ন ও মধ্য‌বিত্ত সংসারের অনেক নিত্যপণ্যই ছিল জিএসটি মুক্ত। অর্থাৎ এই করের আওতার বাইরে। এবার একদিকে যেমন সর্বনিম্ন জিএসটির হার ৫ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হতে পারে, তেমনই আওতার বাইরে থাকা বেশ কিছু পণ্যকে করকাঠামোর অধীনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।

জিএসটি ধাপ বদলের অন্যতম প্রধান কারণ, এমন একটি ব্যবস্থা কার্যকর করা যাতে রাজ্যগুলির আয়ের ক্ষেত্রে বড়সড় আঘাত না আসে। জিএসটি আইন চালু হওয়ার সময়ই স্থির হয়েছিল যে, ২০২২ সাল পর্যন্তই কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে জিএসটি ক্ষতিপূরণ বাবদ অর্থ পাবে রাজ্যগুলি। আগামী জুন মাসে শেষ হয়ে যাচ্ছে সেই সময়সীমা। অর্থাৎ জুলাই থেকে রাজ্যগুলি জিএসটি ক্ষতিপূরণ পাবে না। তাদের যাতে ক্ষতির সম্মুখীন না হতে হয়, তার চেষ্টাই করা হচ্ছে বলে খবর। আর সেই লক্ষ্যপূরণের অন্যতম পদক্ষেপ জিএসটি হার পরিবর্তন। কিন্তু দেখা যাচ্ছে, এহেন পদক্ষেপেও শেষ বিচারে সবথেকে বড় আঘাত নেমে আসতে চলেছে সাধারণ ক্রেতাদের উপরেই। কারণ, বহু পণ্যের দাম বাড়বে। পাশাপাশি কিছু জিনিসের দাম কমবেও। কিন্তু সেগুলির অধিকাংশই বিলাসের সামগ্রী। খাদ্যপণ্য ও প্যাকেটজাত খাবারের সিংহভাগই এখন যেহেতু ৫ শতাংশ জিএসটির আওতায়, তাই এই হার ৮ শতাংশ হলে সর্বাগ্রে সেগুলির দাম বাড়বে। পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির বাজারে সেকথা ভেবেই উদ্বেগে নিম্ন ও মধ্যবিত্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#GST

আরো দেখুন