প্রতিষ্ঠা দিবস পালনেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! তুলকালাম আরামবাগে
প্রতিষ্ঠা দিবস পালন করাকে কেন্দ্র করে বুধবার আরামবাগে ফের বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দৌলতপুর পার্টি অফিসের অনুষ্ঠান এড়িয়ে গেলেন দলের আদি নেতারা। আবার আদি গোষ্ঠীর রক্তদান শিবিরে দেখা গেল না ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের। যদিও বিজেপি নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে।
এদিন আরামবাগের দৌলতপুর পার্টি অফিসে দলের পতাকা উত্তোলন করেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক প্রমুখ। সকালে দলের জেলা পার্টি অফিস থেকে পল্লিশ্রী মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়। অন্যদিকে, বিজেপির পুরনো পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা সদস্যদের ছবিতে মালা দিয়ে দিনটি পালন করেন বিজেপির আদি নেতারা। আদি গোষ্ঠীর তরফে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আরামবাগ ঢিলছোঁড়া দূরত্বে দু’টি অনুষ্ঠান হলেও নব্য ও আদি গোষ্ঠীর সামনে থাকা নেতাদের এদিন মুখোমুখি হতে দেখা যায়নি।যদিও বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বলেন, দৌলতপুর পার্টি অফিসে জেলাকেন্দ্রিক অনুষ্ঠান হয়েছে। সাংগঠনিক জেলায় ২৬টি মণ্ডল আছে। প্রত্যেকটি মণ্ডলের মতো আরামবাগ শহর মণ্ডলেও আলাদাভাবে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। আমাদের এখানে কোনও গোষ্ঠী নেই।