রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ ভারতেও, লাগামছাড়া সারের দাম!
এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার মিলিটারি অপারেশন চলছে। সেই যুদ্ধের আঁচ পড়েছে গোটা বিশ্বেই। ফল ভুগছে ভারতীয় অর্থনীতিও। একদিকে, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এরই মধ্যে এবার বাড়তে চলেছে সারের খরচও। এক মাস কেটে গেলেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। যার জেরে বিশ্ববাজারে ব্যাপক বেড়েছে সারের দাম। তার প্রভাব পড়েছে ভারতীয় কৃষকদের উপরেও। দেশের বাজারেও দাম বেড়েছে ইউরিয়া ও সারের।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ বাজেট পেশের সময় সারের উপর ১ লক্ষ কোটি টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে পরিস্থিতি বদলে যায় দ্রুত। বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকে সারের দাম। সরকার যে সব সার আমদানি করে সেগুলোর খরচও বেড়ে যায়। ফলে কৃষকদের ঘাড়ে বাড়তি বোঝা চাপছে। যদিও যুদ্ধের জেরে সারের দাম বাড়তেই মোদী সরকার ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ১.৪০ লক্ষ কোটি টাকা করেছিল। কিন্তু পর্যলোচনা করে দেখা যাচ্ছে, যে হারে সারের দাম বাড়ছে তাতে কৃষকদের জন্য ভর্তুকির এই টাকায় কুলোবে না।