রাজ্য বিভাগে ফিরে যান

থ্যালাসেমিয়া রোগীদের বাড়ির কাছেই নিখরচায় রক্ত দিতে উদ্যোগী রাজ্য

April 7, 2022 | < 1 min read

রক্ত নিতে নিয়মিত দক্ষিণ বা উত্তরবঙ্গের প্রত্যন্ত প্রান্ত থেকে থ্যালাসেমিয়া আক্রান্তদের পরিবারকে শহরের হাসপাতালে আসতে হয়। এবার সেই ভোগান্তি শেষ হতে চলেছে। বাড়ির কাছের মহকুমা, এমনকী গ্রামীণ হাসপাতাল থেকেই থ্যালাসেমিয়া আক্রান্তদের নিখরচায় রক্ত দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য। জানা গিয়েছে, মাস দুয়েকের মধ্যে তা চালু হবে। দূর দূর প্রান্ত থেকে সাতসকালে অসুস্থ রোগীদের নিয়ে বেরতে হয় বাড়ির লোকেদের। কয়েক ঘণ্টার পথ পাড়ি দিয়ে শহরের পিজি, মেডিক্যাল, এন আর এস বা বি সি রায়ে আসেন তাঁরা। এদিকে, রাজ্যজুড়ে বিভিন্ন জেলা, মহকুমা, ব্লক হাসপাতাল মিলিয়ে ৫৬টি ব্লাড স্টোরেজ ইউনিট রয়েছে। এইসব জায়গা থেকেও যাতে থ্যালাসেমিয়া আক্রান্তরা রক্ত পেতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বর্তমানে চালু ৩৬টি থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটে এই ব্যবস্থা রয়েছেই। এমনই জানিয়েছেন স্টেট ব্লাড সেল-এর প্রোগ্রাম অফিসার ডাঃ বিপ্লবেন্দু তালুকদার। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের বাড়ির কাছের ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, রোজ রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গেই থ্যালাসেমিয়া আক্রান্তদের আয়ুষ্কাল কমতে থাকে। সেকারণে এই ৫৬টি জায়গা থেকে প্যাকড সেল জাতীয় রক্তের উপাদান দেওয়া হবে। ম্যাচ করিয়ে রক্ত দেওয়া হবে আকান্তদের। তাতে তাদের আয়ু বাড়বে। নথি অনুযায়ী, বর্তমানে বাংলায় থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। তাদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ রাজ্যের।  এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #blood, #thalassemia

আরো দেখুন