অপেক্ষার অবসান, ২৫ মাস পর পর্যটকদের জন্যে খুলছে বিশ্বভারতীর রবীন্দ্রভবন
দীর্ঘ ২৫ মাস পর অবশেষে পর্যটকদের জন্য বিশ্বভারতীর রবীন্দ্রভবনের দ্বার খুলতে চলেছে। আগামী ১৬ এপ্রিল থেকে খোলা হবে রবীন্দ্রভবন। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এব্যাপারে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবীন্দ্রভবন খোলার কথা ঘোষণা করতেই খুশি স্থানীয় হস্তশিল্পী ও পর্যটকরা। তবে বিশ্বভারতীর জারি করা ওই বিজ্ঞপ্তিতে পর্যটক, কর্মী ও আধিকারিকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, করোনা আবহে ক্যাম্পাস বন্ধ হওয়ার পাশাপাশি রবীন্দ্রভবনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর থেকে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে ছিল শান্তিনিকেতনের পর্যটকদের অন্যতম আকর্ষণ রবীন্দ্রভবন। মাঝে করোনা পরিস্থিতি শিথিল হতেই স্বাভাবিক পঠনপাঠন শুরু হলেও অজ্ঞাত কারণে বন্ধ রাখা হয়েছিল রবীন্দ্রভবন। সংক্রমণ কমার পর গত পয়লা এপ্রিল থেকে করোনার বিধিনিষেধ শিথিল করে কেন্দ্রীয় সরকার। তারপরেও খোলা হয়নি রবীন্দ্রভবন। ফলে, শান্তিনিকেতন ঘুরতে এসে রবীন্দ্রনাথের বাড়ি, গাড়ি, তাঁর স্মৃতিবিজড়িত নানা স্মারক ও সামগ্রী দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন পর্যটকরা। দীর্ঘদিন বন্ধের কারণে পর্যটক আসতে না পারায় বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছেন বিশ্বভারতীর এক আধিকারিক। তবে অবশেষে রবীন্দ্রভবন ও মিউজিয়াম খুলতে চলেছে জেনে খুশি বিশ্বভারতীর পড়ুয়া সহ স্থানীয় ও আগত পর্যটকরা।