কলকাতা বিভাগে ফিরে যান

ঘোষণা করেছিলেন মমতা, বইমেলা প্রাঙ্গনকে সাজানর উদ্যোগ রাজ্যের

April 7, 2022 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল পার্ককেই কলকাতা বইমেলার স্থায়ী ঠিকানা বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন। এবার এই বইমেলা প্রাঙ্গণকে নতুন করে সাজার উদ্যোগ নিল রাজ্য। ২১ এপ্রিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি বৈঠক হবে। থাকবেন দমকলমন্ত্রী সুজিত বসুও। ঠিক হবে রূপরেখা। জলের রিজার্ভার হবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগুনের বিপদ এড়াতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য। ট্যাংরা অগ্নিকাণ্ডের পরে, একটি হাইপাওয়ার কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। তাতে রয়েছেন ফিরহাদ ও সুজিত। কমিটি একটি বিশেষ দল গঠন করে দেয়।

সংশ্লিষ্ট আধিকারিকরা কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একটি সমীক্ষা শুরু করেছেন। জানা যাবে, আগুন নেভানোর কাজে দমকলকর্মীরা কোন এলাকায় কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। পরবর্তী পদক্ষেপ হবে সেইমতোই। কোন রাস্তা দিয়ে দমকলের গাড়ি প্রবেশে ওভারহেড তার বাধা হয়, তাও জানা যাবে। কলকাতা পুলিসের কাছে একটি বিশেষ ম্যাপ আছে। নিকটবর্তী জলাশয়ের সন্ধান নিয়ে আগুন নেভাবার পক্ষে সহায়ক হবে এই ম্যাপ। সুজিতবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অগ্নিকাণ্ড এড়াতে আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Book Fair, #Book Fair

আরো দেখুন