রাজ্য বিভাগে ফিরে যান

গরমের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালীর জন্য ৩২ জোড়া স্পেশাল ট্রেনের উপহার পূর্ব রেলের

April 8, 2022 | < 1 min read

গরমের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালির জন্য দরাজহস্ত হচ্ছে রেল। এই সময়ে যাত্রী ভিড় সামাল দিতে উত্তরবঙ্গ থেকে দেশের কয়েকটি স্থানে অতিরিক্ত ট্রেন দিচ্ছে পূর্ব রেল। যার মধ্যে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ-গোরক্ষপুর, মালদহ-মুম্বই প্রভৃতি গুরুত্বপূর্ণ রুটে স্পেশাল ট্রেন চালাবে তারা। শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি রুটে ১২ জোড়া অতিরিক্ত ট্রেন চলবে। পাশাপাশি শিয়ালদহ-গোরক্ষপুর রুটেও চালানো হবে অতিরিক্ত ১১ জোড়া স্পেশাল ট্রেন। ট্রেনগুলি চলতি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আগামী ১৪ এপ্রিল ৩০ জুন পর্যন্ত প্রতি বৃহস্পতিবার থেকে শিয়ালদহ- নিউ জলপাইগুড়ির মধ্যে এই স্পেশাল ট্রেন যাত্রা শুরু করবে। পরদিন অর্থাৎ শুক্রবার সেই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে। 

পূর্বরেল সূত্রে জানানো হয়েছে, আগামীকাল শনিবার থেকেই শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটির টিকিট বুকিং প্রক্রিয়া খুলে যাচ্ছে। পাশাপাশি রবিবার থেকে শিয়ালদহ-গোরক্ষপুর স্পেশাল ট্রেনের বুংকি শুরু হয়ে যাবে। একইভাবে মালদহ-মুম্বই স্পেশাল ট্রেন আগামী ১১ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে। ৬ জুন পর্যন্ত বাড়তি এই পরিষেবা দেবে রেল। মালদহ টাউন ও মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন পর্যন্ত যাতায়াতের জন্য ৯ জোড়া সামার স্পেশাল দেওয়া হচ্ছে। প্রতি সোমবার মুম্বই থেকে ছাড়বে ট্রেনটি। বুধবার ফিরতি রুটে মালদহ থেকে ছেড়ে যাবে ট্রেনটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Rail

আরো দেখুন