গরমের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালীর জন্য ৩২ জোড়া স্পেশাল ট্রেনের উপহার পূর্ব রেলের
গরমের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালির জন্য দরাজহস্ত হচ্ছে রেল। এই সময়ে যাত্রী ভিড় সামাল দিতে উত্তরবঙ্গ থেকে দেশের কয়েকটি স্থানে অতিরিক্ত ট্রেন দিচ্ছে পূর্ব রেল। যার মধ্যে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ-গোরক্ষপুর, মালদহ-মুম্বই প্রভৃতি গুরুত্বপূর্ণ রুটে স্পেশাল ট্রেন চালাবে তারা। শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি রুটে ১২ জোড়া অতিরিক্ত ট্রেন চলবে। পাশাপাশি শিয়ালদহ-গোরক্ষপুর রুটেও চালানো হবে অতিরিক্ত ১১ জোড়া স্পেশাল ট্রেন। ট্রেনগুলি চলতি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আগামী ১৪ এপ্রিল ৩০ জুন পর্যন্ত প্রতি বৃহস্পতিবার থেকে শিয়ালদহ- নিউ জলপাইগুড়ির মধ্যে এই স্পেশাল ট্রেন যাত্রা শুরু করবে। পরদিন অর্থাৎ শুক্রবার সেই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে।
পূর্বরেল সূত্রে জানানো হয়েছে, আগামীকাল শনিবার থেকেই শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটির টিকিট বুকিং প্রক্রিয়া খুলে যাচ্ছে। পাশাপাশি রবিবার থেকে শিয়ালদহ-গোরক্ষপুর স্পেশাল ট্রেনের বুংকি শুরু হয়ে যাবে। একইভাবে মালদহ-মুম্বই স্পেশাল ট্রেন আগামী ১১ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে। ৬ জুন পর্যন্ত বাড়তি এই পরিষেবা দেবে রেল। মালদহ টাউন ও মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন পর্যন্ত যাতায়াতের জন্য ৯ জোড়া সামার স্পেশাল দেওয়া হচ্ছে। প্রতি সোমবার মুম্বই থেকে ছাড়বে ট্রেনটি। বুধবার ফিরতি রুটে মালদহ থেকে ছেড়ে যাবে ট্রেনটি।