রাজ্য বিভাগে ফিরে যান

চলতি মাসেই শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো, শিল্পমেলায় যোগদান করবে ১২টি দেশ

April 8, 2022 | 2 min read

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে চলতি মাসেই শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো। রাজ্যে প্রথমবার আয়োজিত এই ধরনের শিল্পমেলা চলবে পাঁচদিন। বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের দিনই শুরু হবে এই মেলা। গোটা উদ্যোগটি নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক। এখান থেকেই আন্তর্জাতিক বাণিজ্যের বড় চুক্তিগুলি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। এই শিল্পমেলায় ১২টি দেশের উপস্থিত থাকার কথা। 

উল্লেখ করা যায়, ‘ভাইব্র্যান্ট গুজরাত’-সহ কয়েকটি রাজ্যের বাণিজ্য সম্মেলনের অন্যতম অংশ ছিল শিল্পমেলা। এখানে হাতেকলমে শিল্পজাত পণ্য যাচাই করার সুযোগ থাকে। তাতে বাণিজ্য চুক্তি অনেক বেশি সফল হয়। এবার সেই আয়োজনই করছে বাংলা। পুরো শিল্পমেলা তদারকির দায়িত্ব পেয়েছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস। তৈরি হয়েছে আলাদা লোগো। শিল্পমেলা হবে সায়েন্স সিটিতে ৩.৭৫ লক্ষ বর্গফুট এলাকা নিয়ে। দিল্লি, মুম্বই এবং নানা রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থা থাকবে। কনফেডারেশন সভাপতি সুশীল পোদ্দার বলেন, প্রায় ৭০০ সংস্থাকে জায়গা দেওয়া হচ্ছে। থাকছে ১৫টি প্যাভিলিয়ন। ইতিমধ্যেই পুরো বুকিং হয়ে গিয়েছে। কয়েকটি নামী বৃহৎ সংস্থা বড়মাপের জায়গা পাচ্ছে। কয়েকটি সেমিনারও হবে। দেশ-বিদেশের নামজাদা শিল্পকর্তারা অংশ নেবেন। বাংলার নিজস্ব পণ্য ও পরিষেবাকে বিশেষভাবে তুলে ধরা হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সেসবের যোগসূত্র করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

সর্বাধিক গুরুত্ব পাবে বৈদ্যুতিন গাড়ি। দূষণ থেকে বাঁচতে এই গাড়ির বাজার অনেকটাই বাড়বে। সঙ্গে থাকছে অটোমোবাইল ও অটো পার্টস, মেশিনারি, রাসায়নিক পণ্য, পেট্রকেমিক্যাল, প্লাস্টিক, সোলার, বৈদ্যুতিন যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ, অলঙ্কার,  হার্ডওয়্যার ও বল বিয়ারিং, সাইকেল, তথ্যপ্রযুক্তি, লাইফ স্টাইল, চর্ম, জুতো, খেলনা, আবাসন, বস্ত্র ও হোসিয়ারি। ২০ ও ২১ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তাই ওই দু’দিন এখানে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত হবে। শুধু ব্যবসায়ী ও শিল্পমহলের প্রতিনিধিরাই এখানে থাকবেন। সাধারণ মানুষ চাইলে পরবর্তী তিনদিন সেখানে যেতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#BGBS, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন