কলকাতা বিভাগে ফিরে যান

কলেজ স্কোয়ারে বইমেলা, ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের হাতছানি

April 8, 2022 | < 1 min read

আকর্ষণীয় ছাড়। কেউ কেউ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিতে প্রস্তুত। বইয়ের বিপুল সম্ভার তো বটেই তার সঙ্গে অভাবনীয় এই ডিসকাউন্ট মানুষকে ফের বইমেলামুখী করবে বলে আশাবাদী সংগঠকরা। আজ, শুক্রবার দুপুর থেকে বিদ্যাসাগর উদ্যান (কলেজ স্কোয়ার) চত্বরে শুরু হচ্ছে ‘বইমেলা ও সাহিত্য উৎসব-২০২২’। বঙ্গীয় প্রকাশক ও পুস্তকবিক্রেতা সভা এই মেলার মূল উদ্যোক্তা। তাদের সঙ্গে যুক্ত রয়েছে বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড ও কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। মেলা চলবে ৮ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। থাকছে ৯৯টির মতো স্টল। কলেজ স্কোয়ারের জলাভূমি ঘিরে বসেছে মেলা।

বঙ্গীয় প্রকাশক ও পুস্তকবিক্রেতা সভার সভাপতি বিশ্ববিকাশ কুণ্ডু জানান, ‘বহু প্রকাশক পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেবেন বলে জানিয়েছেন।’ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘কবি ও সাহিত্য সম্মেলন, দুই বাংলাকে নিয়ে পদ্মা-গঙ্গা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে।’ দে’জ প্রকাশনা সংস্থার সুধাংশুশেখর দে জানান, ‘এই মেলায় আমরাও বইয়ের উপর বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি।’ বৃহস্পতিবার মেলার আনুষ্ঠানিক ঘোষণা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস রায়, নির্মল মাজি এবং মদন মিত্র। ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, কলেজ স্কোয়ার পুজোর উদ্যোক্তা বিকাশ মজুমদার প্রমুখ। মদন মিত্র ও তাপস রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বই লিখছেন তাঁরা। সেটির নাম ‘প্রিয় মমতা’। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Book Fair, #College Square

আরো দেখুন