← দেশ বিভাগে ফিরে যান
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ! সোমবার থেকে মোদী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামছে কৃষকরা
ফের পথে নামছেন কৃষকরা। এমএসপি আইন চাই। এই দাবিতে আগামী সোমবার থেকেই দেশজুড়ে সপ্তাহব্যাপী আন্দোলনে নামতে চলেছে কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আগামী ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোদি বিরোধী প্রচার আন্দোলনে নামতে চলেছে তারা।
আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনের আওতায় নিয়ে আসার যে দাবি তাঁরা দীর্ঘদিন ধরে করে চলেছেন, সেই ব্যাপারে মোদি সরকার বিন্দুমাত্র উচ্চবাচ্য করছে না। এমএসপিকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া হিসেবে নির্দিষ্ট কমিটি গড়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এই ব্যাপারে আন্দোলনকারী কৃষকদের ধোঁয়াশা মেটানোর কোনও উদ্যোগ কৃষিমন্ত্রক এখনও নেয়নি। এই ইস্যুতে একাধিকবার কেন্দ্রীয় কৃষিসচিবকে ইমেল করা হলেও উত্তর পাওয়া যায়নি। অভিযোগ করেছে সংযুক্ত কিষান মোর্চা।