প্রয়াত প্রাক্তন ফুটবলার চিবুজার, কলকাতা ময়দানে শোকের আবহাওয়া
আটের দশকের শেষে বিদেশি ফুটবলার হিসেবে কলকাতা ময়দানে হিল্লোল তুলেছিলেন চিমা ওকেরি। চিমার সঙ্গে উচ্চারিত হতো চিবুজার (Chibuzor) নামও। শুক্রবার এই নাইজিরীয় তারকার জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল মাত্চির ৫৭ বছর। বুজোর প্রয়াণের খবরে শোকের ছায়া ময়দানে।
ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং এবং চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিলেন চিবুজার। ফুটবল ছাড়ার পর নাইজেরিয়ায় একটি চার্চের ফাদার হয়েছিলেন তিনি।
খেলা ছেড়ে দেওয়ার পরেও কলকাতার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সেই যোগসূত্র ছিলেন চিমা। রেভারেন্ড সুদীপ চট্টোপাধ্যায় স্মৃতিতে হাওড়া ময়দানে যে ম্যাচ হয়েছিল সেখানে খেলতেও এসেছিলেন চিবুজার। সেই খেলা শেষ হয়ে যাওয়ার পর কৃষ্ণেন্দু রায়, চিমা, চিবুজার, মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষদের মাঠের মাঝে বসে জমাটি আড্ডা ছিল দেখার মতো।
চিমা যতটা সাফল্য বা নাম পেয়েছিলেন কলকাতা ময়দানে খেলে চিবুজার ক্ষেত্রে ততটা ছিল না। কিন্তু তাঁর দুরন্ত গতির শট, দৈহিক শক্তি–ময়দানে একটা সময়ে মুখে মুখে ঘুরত।