শিক্ষক নিয়োগে বেনিয়ম: পার্থর কোর্টে বল ঠেললেন কুণাল
শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতি।
যার তদন্ত করছে সিবিআই। এই পরিস্থিতিতে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে দাঁড়ালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির সমস্ত অভিযোগই উঠেছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময়।
সাংবাদিক সম্মেলনে কুণাল বলেছেন, ‘যে সমস্ত কেলেঙ্কারির অভিযোগ এসেছে তার একটিও ব্রাত্য বসুর জমানায় নয়। এই জমানায় ৯৯ শতাংশ কাজ ঠিকঠাক হয়। যদি কোথাও কোনও অভিযোগ থাকে, মুখ্যমন্ত্রীর দিক থেকে যা যা করার তিনি সব করে দিয়েছেন। এরপরেও কিছু থাকলে সেটা প্রশাসনিক বিষয়।’ এরপরই কুণাল যোগ করেন, ‘দলের মহাসচিব তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিস্তারিত বুঝিয়ে বলতে পারবেন।’
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ–দুর্নীতির মামলায় নাম এসেছে পার্থর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের। সুকান্তের চেম্বারে কোনও বৈঠক হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে শুনানিতে। এই পরিস্থিতিতে কুণালের মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত। এখন পার্থ চট্টোপাধ্যায়কে বিচ্ছিন্ন করে হাত ধুয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।’