দেশ বিভাগে ফিরে যান

এবার ১৮ ঊর্ধ্ব সকলকে দেওয়া হবে করোনার বুস্টার ডোজ, কবে থেকে জানেন?

April 8, 2022 | < 1 min read

রবিবার থেকে দেশের প্রাপ্তবয়স্কদের করোনার বুস্টার টিকা দেওয়া শুরু হবে। শুক্রবার জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গত জানুয়ারি মাসের শুরুতে স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে বুস্টার টিকা দেওয়া শুরু হবে। তবে আপাতত শুধু বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই মিলবে ওই বুস্টার টিকা। পাওয়া যাবে না সরকারি টিকা কেন্দ্রে।

তবে কেন্দ্র জানিয়েছে, বিনামূল্যে টিকাকরণ প্রকল্পের আওতায় সরকারি টিকা কেন্দ্র থেকে করোনার দু’টি টিকা আগের মতোই পাওয়া যাবে। পাশাপাশিই স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কোভিডযোদ্ধা এবং ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার টিকা।

তথ্য দিয়ে কেন্দ্র জানিয়েছে, দেশের ১৫-ঊর্ধ্ব জনসংখ্যার ৯৬ শতাংশ কোভিডের অন্তত একটি টিকা পেয়েছে। অন্তত ৮৩ শতাংশ পেয়েছে কোভিডের দু’টি টিকাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Covid Vaccination, #India

আরো দেখুন