বিনোদন বিভাগে ফিরে যান

সব্যসাচী-মনীশের তৈরি পোশাকে সম্পূর্ণ পাঞ্জাবি রীতিতেই বিয়ে করবেন রণবীর-আলিয়া!

April 8, 2022 | 2 min read

বলিউডের বহুপ্রতীক্ষিত বিয়ে এবার হতে চলেছে। দুই পরিবারের আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও নির্ভরযোগ্য সূত্রের খবর রণবীর-আলিয়ার বিয়ে হতে চলেছে আগামী ১৫ এপ্রিল। আর একটি সূত্র অবশ্য বলছে এই বলিউড যুগলের বিবাহ সম্পন্ন হবে ১৭ এপ্রিল। ইতিমধ্যেই দুই পরিবারের বিয়ের তোড়জোড় তুঙ্গে। গুঞ্জন শোনা যাচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১৩ এপ্রিল। সেদিন মেহেন্দি অনুষ্ঠান। শোনা যাচ্ছে সেদিন আলিয়ার হবু শাশুড়ি নিতু সিং কাপুর পড়বেন প্রখ্যাত বলিউড ডিজাইনার মনীষ মালহোত্রা নকশা করা পোশাক। পরের দিন হবে হলদি ও সংগীত। তারপরের দিন রণবীর-আলিয়া গাঁটছড়া বাঁধবেন। সম্পূর্ণ পাঞ্জাবি ঘরানা তাদের বিয়ে হবে। সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশায় তৈরি করা পোশাক পরবেন আলিয়া। রণবীর নাকি সাজবেন মনীশের তৈরি পোশাকে। একটি বিনোদনমূলক পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী গত ৬ এপ্রিল নিতু সিংকে মনীশের টিমের সঙ্গে দেখা গিয়েছে তার স্টোরে। এমনকি সেখান থেকে বেরিয়ে পোশাকের বিভিন্ন প্যাকেট নিয়ে তাঁকে রনবীরের বান্দ্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে। মায়ের এই তোড়জোড় দেখে রণবীরের ভক্তরা যথেষ্টই খুশি।

গোপনেই কি বাগদান সারছেন রণবীর-আলিয়া, যোধপুর যেতেই জল্পনা বাড়ছে বলিপাড়ায়  | Alia bhatt and Ranbir kapoor were Spotted in jodhpur see the photo sBRD

আলিয়ার দুই প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জন এবং অনুষ্কা রঞ্জন নাকি একটি বিশেষ পার্টির পরিকল্পনা করেছেন। যেখানে উপস্থিত থাকবেন আলিয়ার ছোটবেলার বান্ধবীরা। অন্যদিকে রণবীর ব্যাচেলর পার্টির পরিকল্পনা করছেন অর্জুন কাপুর,আদিত্য রায় কাপুর এবং অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে। আমন্ত্রিত থাকবেন রনবীরের ঘনিষ্ঠ বন্ধুরা। এই বলিউড যুগলের বিয়েতে উপস্থিত থাকবেন বেশকিছু তারকা। এদের মধ্যে শাহরুখ খান, সলমন খান,রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের নাম বিশেষভাবে শোনা যাচ্ছে। বিয়ের প্রস্তুতি যে পুরোদমে চলছে তার পারিপার্শ্বিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তা নিয়ে কোনো পক্ষই মুখ খুলতে চাইছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#wedding, #Ranbir Kapoor, #Manish Malhotra, #Alia Bhatt

আরো দেখুন