বিনোদন বিভাগে ফিরে যান

কোথায় বসছে রণবীর-আলিয়ার বিয়ের আসর? ভারী হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জল্পনা

April 8, 2022 | 2 min read

মুম্বই, না দেশের অন্যত্র, নাকি বিদেশ! কোথায় বসছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের আসর? নিঃসন্দেহে এটাই এই মুহূর্তে বলিউডে কোটি টাকার প্রশ্ন। বুধবার সন্ধ্যায় ‘আর আর আর’ ছবির অভূতপূর্ব সাফল্য উদ্‌যাপনের জমকালো পার্টিতেও জায়গা করে নিল সেই জল্পনা। কে ছিলেন না সেখানে? ছবির মূল তারকা তো বটেই, একে একে আসছেন আমির খান, করণ জোহর, জাভেদ আখতার, জিতেন্দ্রর মতো সেলেবরা। কিন্তু একজনের দেখা নেই—আলিয়া ভাট। কেন তিনি অনুপস্থিত? এক একজনের এক এক রকম অনুমান। কেউ বলছেন, অভিনেত্রী এখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। কাউকে আবার বলতে শোনা গেল, সাংবাদিকদের প্রশ্ন এড়াতেই এই কৌশল।

বছর কয়েক আগেই পালি হিলের ‘বাস্তু’ আবাসনে একটি ফ্ল্যাট কিনেছেন রণবীর। বিয়ের পর এই বাড়িতেই আলিয়ার সঙ্গে তাঁর সংসার পাতার কথা। সেখানেই গায়ে হলুদ ও সঙ্গীতের অনুষ্ঠান হতে পারে বলে জল্পনা চলছিল। এর মধ্যেই খবর ছড়িয়েছে, মুম্বইতে নাকি বিয়েটাই হচ্ছে না! প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের মতো চুপিসারে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন রণবীরও। কিন্তু কোথায়? একটি সূত্র বলছে, আগামী ১৫ এপ্রিল আলিয়া-রণবীরের চার হাত এক হতে পারে। ইন্ডাস্ট্রিতে ফিসফাস চেম্বুরের আর কে কটেজে নাকি ১৩ তারিখ থেকে বসবে বিয়ের আসর। ভেন্যু হিসেবে এই বাংলোর উপরে বাজি ধরছেন সবাই। কারণ, এখানেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ঋষি কাপুর ও নীতু সিং। কিন্তু বৃহস্পতিবার সকালের ছবি বলছে, হাই ভোল্টেজ বিয়ের সাজে মোটেই সেজে ওঠেনি আর কে কটেজ। অথচ বিয়ের মাত্র সপ্তাহখানেক বাকি। ২০১৯ সালে আর কে স্টুডিও বিক্রি করে দেয় কাপুর পরিবার। বিখ্যাত সেই গেটটি অক্ষত থাকলেও ভেতরে নির্মীয়মাণ অট্টালিকার কঙ্কাল উঁকি দিচ্ছে। স্টুডিও থেকে কিছুটা এগিয়ে রাস্তা ডান দিকে খাড়াই উঠে গিয়েছে। মিনিট তিনেক এগলেই ডান হাতে এক বিশাল সাদা বাংলো। সুউচ্চ পাঁচিলে ঘেরা। এটাই আর কে কটেজ। কয়েক বছর আগেও এই বাংলোয় থাকতেন ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর ও ভাই রাজীব কাপুর। এদিন কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা বিয়ের প্রশ্ন শুনে সাফ জবাব দিলেন, তাঁরা কিছু জানেন না। 

কয়েকজন পথচারী বাড়িটিকে দেখতে দেখতে যাচ্ছিলেন। তাঁদের আলোচনা কানে এল ‘এখানে নাকি রণবীর-আলিয়ার বিয়ে হবে বলছে। কিন্তু কোনও প্রস্তুতি তো চোখে পড়ছে না!’ আর কে কটেজের প্রতিবেশীদেরও একই বক্তব্য, ‘দশ দিন আগেও বিয়ে বাড়িতে নতুন রং নেই! এরকম কখনও দেখেছেন?’ সব মিলিয়ে ভারী হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ranbir Kapoor, #Alia Bhatt

আরো দেখুন